PHOTOS

ISRO’s 101st launch mission: উৎক্ষেপণের ৯ মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি, ১০১-এ ব্যর্থ ইসরো...

PSLV-C61: উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ের PSLV-C61 রকেটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তার জেরেই মিশনটি ব্যর্থ হয়। ইসরো পূর্বনির্ধারিত সময় মতো আজ ভোর 5.59 মিনিটে উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল। উৎক্ষেপণের পর ইসরো প্রধান নারায়ণন সংবাদ সংস্থাকে জানান, যে EOS-09 মিশন সফল হয়নি। ইসরোর নির্ভরযোগ্য 4-স্তরের রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) উপগ্রহটি উৎক্ষেপণ করে । 

Advertisement
1/8
ইসরো
ইসরো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুঃসংবাদ!  অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা মহাকাশ কেন্দ্র থেকে পর্যবেক্ষণ স্যাটেলাইট EOS-09 উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ৷  এটি ছিল ১০১ তম অভিযান। 

2/8
ইসরো
ইসরো

ISRO-এর প্রতিবেদন অনুসারে, উৎক্ষেপণের তৃতীয় পর্যায়ের PSLV-C61 রকেটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, তার জেরেই মিশনটি ব্যর্থ হয়। 

3/8
ইসরো
ইসরো

ইসরো পূর্বনির্ধারিত সময় মতো আজ ভোর 5.59 মিনিটে উপগ্রহটি উৎক্ষেপণ করেছিল।

4/8
ইসরো
ইসরো

উৎক্ষেপণের পর ইসরো প্রধান নারায়ণন সংবাদ সংস্থাকে জানান, যে EOS-09 মিশন সফল হয়নি। ইসরোর নির্ভরযোগ্য 4-স্তরের রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV) উপগ্রহটি উৎক্ষেপণ করে । 

5/8
ইসরো
ইসরো

ইসরো প্রধান আরও বলেন, 'প্রথম দুটি ধাপ স্বাভাবিক ছিল। তবে, তৃতীয় পর্যায়ে কারিগরি ত্রুটির কারণে শ্রীহরিকোটা কেন্দ্র থেকে ইসরোর 101তম মিশন ব্যর্থ হয়'।

6/8
ইসরো
ইসরো

নারায়ণন বলেন, "তৃতীয় পর্যায় সফলভাবে শুরু হলেও, পর্যবেক্ষণের সময়ে বিজ্ঞানীদের নজরে আসে যান্ত্রিক ত্রুটি ৷ মিশনটি বন্ধ হয়।" 

7/8
ইসরো
ইসরো

EOS-09 হল একটি অত্যাধুনিক নজরদারী উপগ্রহ ৷ যেটি পৃথিবীর উপর নজর রাখবে ৷ এই উপগ্রহটি সি-ব্যান্ড সিন্থেটিক অ্যাপারচার রাডার প্রযুক্তিতে সজ্জিত। 

8/8
ইসরো
ইসরো

এটি দিন বা রাত,পৃথিবীর পৃষ্ঠের আবহাওয়ার উপর নজর রাখবে ৷ স্যাটেলাইটি উচ্চ-রেজোলিউশনের ছবি তুলতে পারে। এই উপগ্রহের ক্ষমতা অনেক ক্ষেত্রে ভারতের নজরদারি ব্যবস্থাপনা ব্যবস্থাকে উন্নত করে।





Read More