PHOTOS

ISRO SpaDeX Mission: মহাশূন্যে মাইলফলক! শ্রীহরিকোটা থেকে SpaDeX মিশনের সফল উৎক্ষেপণ...

PSLV-C60 mission: এই মিশনের সাফল্যের উপর নিরভর করছে ইসরোর পরবর্তী বহু অভিযানের ভবিষ্যৎ। পাশাপাশি এই অভিযানের সাফল্যে বিশ্বের মহাকাশ ক্লাবে চতুর্থ দেশ হিসেবে জায়গা করে নিল ভারত।

Advertisement
1/5

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের মহাকাশ বিজ্ঞান গবেষণা কেন্দ্র ইসরো থেকে মহাশূন্যে পাড়ি দিল স্প্যাডেক্স মিশন। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের স্প্যাডেক্স মিশনের সফল উৎক্ষেপণ হল। 

2/5

এই লঞ্চিংকে ‘স্পেস ডকিং এক্সপেরিমেন্ট’ বলা হচ্ছে। এই অভিযানে ইসরোর সাফল্য পরবর্তীতে মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণ ও চন্দ্রযান ৪-এর সাফল্যের লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

3/5

ইসরো এ ব্যাপারে বলেছে, পিএসএলভি-সি৬০-র প্রধান পেলোড হিসাবে রয়েছে দু'খানা মহাকাশযান। একটি স্পেডেক্স ১ এবং অন্যটি স্পেডেক্স ২। এ ছাড়াও ২৪টি সেকেন্ডারি পেলোড রয়েছে। 

4/5

এই মিশনে দুটি স্যাটেলাইট রয়েছে। প্রথমটি হল চেজার এবং দ্বিতীয়টি হল টার্গেট। চেজার স্যাটেলাইট টার্গেট ধরবে। যা দিয়ে ডকিং করা হবে। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে। স্যাটেলাইট থেকে। স্যাটেলাইটে একটি রোবোটিক বাহু রাখা হয়েছে। সেটি একটি হুকের মাধ্যমে লক্ষ্যকে নিজের দিকে টেনে নেবে। অর্থাৎ টেথারড পদ্ধতিতে।

5/5

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই কাজটি করল ভারত। এর আগে রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়েছে। পৃথিবী থেকে ৪৭০ কিলোমিটার উপরে অত্যাধুনিক প্রযু্ক্তি নির্ভর দুই স্যাটেলাইট অবস্থান করবে। 





Read More