Budget 2025: বাজেট ঘোষণার পরেই বাজারে টাকার জোগান বাড়বে বলে কথা চলছে। সে না হয় হল, কিন্তু এই বাজেটে শুধু তো দাম কমছেই না, জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ছে। সেসব সামলাতে গিয়ে মধ্যবিত্তের হাতে টাকা থাকবে? এমনিতেই জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যে নাভিশ্বাস বাঙালির। এবার কি মড়ার উপর খাঁড়ার ঘা?
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ, শনিবার অষ্টম বাজেট পেশ করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি। নির্মলা এই নিয়ে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন।
দুধ, চিন, চা, পাউরুটির দাম বেড়েছে। দাম বেড়েছ গ্যাসেরও। রোজকার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের এই বিপুল বদলে সংকটে সাধারণ মানুষ। এই বাজেট কি মড়ার উপর খাঁড়ার ঘা-ই জুটল মধ্যবিত্তের?
অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষ। এবার তাহলে দেখে নেওয়া যাক, কোন কোন জিনিসের দাম কমল। সব চেয়ে বড় ঘোষণা সম্ভবত ক্যানসারের ওষুধের দাম কমা। দাম কমছে ৩৬টি জীবনদায়ী ওষুধেরও। দাম কমছে এলইডি টিভি-র, ইভি ব্যাটারির, জিংক-লিথিয়াম ব্যাটারির, ফ্রোজেন ফিশ পেস্টের। দাম কমছে চামড়ার এবং চামড়াজাত দ্রব্যের। দাম কমছে জাহাজনির্মাণ শিল্পের সঙ্গে জড়িত জিনিসপত্রের, অন্যান্য মেরিন প্রডাক্টেরও। আর কমছে মোবাইলের দাম। মোবাইলের ব্য়াটারির দামও কমছে। কমছে, মোবাইলের আটাশটি আনুষঙ্গিক জিনিসের। ফলে, অনেকটা দামও কমবে হয়তো মোবাইলের। এ নিয়ে উল্লসিত সকলে। কিন্তু কী কী বাড়ল? আসুন, এবার সেটাও দেখে নেওয়া যাক।
প্রযুক্তি ও নির্মাণশিল্পে (tech and manufacturing sectors)-র জিনিসপত্রের দাম বাড়ছে। পরিবর্তন হচ্ছে শুল্কেও। বদল আসছে ইন্টাব়্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বেসিক কাস্টমস ডিউটিতে (Basic Customs Duty)। অন্তত ১০ শতাংশ থেকে ২০ শতাংশ! কেন্দ্র অ্যামোনিয়াম নাইট্রেটের কাস্টম ডিউটি বাড়াতে চলেছে ১০ শতাংশ, নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের ক্ষেত্রে ২৫ শতাংশ।
প্রভিশনাল অ্যাসেসমেন্টের জন্য দুবছরের সময়কাল নির্ধারণ করেছে কেন্দ্র। কাস্টম ক্লিয়ারেন্সে কিছু চেঞ্জ আসছে। যার জেরে আমদানি ও রফতানিতে (imports and exports) আসবে পরিবর্তন।
বড় টিভি সেটের দাম বাড়ছে। যা সরাসরি মধ্য়বিত্তের পকেটে প্রভাব ফেলবে। নিটেড ফেব্রিকের দামও বাড়ছে।