Budget 2025: বাজারে কি টাকার ফ্লো বাড়বে? মধ্যবিত্তের হাতে টাকা থাকবে? জিনিসের ক্রম-ঊর্ধ্বমুখী মূল্যের মধ্যেই কি মিলবে একটু স্বস্তি? এরকম বহু প্রশ্নের আবহে অষ্টম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ, শনিবার সকাল ১১ টা থেকে অষ্টম বাজেট পেশ শুরু করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল আজ। নির্মলা সীতারামন এই নিয়ে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন।
সামান্য দুধ চা খেতে আগে যা খরচ হত এখন তার থেকে বেশি খরচ হচ্ছে। সঙ্গে দোসর পাউরুটি। দুধের, চিনির, চায়ের দাম বাড়ছে। গ্যাসেরও মূল্যবৃদ্ধি ঘটেছে। এভাবেই আমাদের রোজকার জিনিসের দামে এসেছে বিপুল পরিবর্তন। আবার নতুন করে বাজেট পেশে কি মড়ার উপর খাঁড়ার ঘা-ই জুটবে, নাকি স্বস্তি মিলবে মধ্যবিত্তদের কপালে?
অর্থমন্ত্রীর বাজেট পেশ শেষ। এার তাহলে আসুন, দেখে নেওয়া যাক, কোন কোন জিনিসের দাম কমল।
দাম কমছে এলইডি টিভি-র, ইভি ব্যাটারির, জিংক-লিথিয়াম ব্যাটারির, ফ্রোজেন ফিশ পেস্টের। দাম কমছে নীল চামড়ার, ১২টি খনিজ দ্রব্যের, জাহাজনির্মাণ শিল্পে প্রয়োজনীয় জিনিসপত্রের, অন্যান্য মেরিন প্রডাক্টেরও।
সব চেয়ে বড় ঘোষণা সম্ভবত ক্যানসারের ওষুধের দাম কমা। দাম কমছে ৩৬টি জীবনদায়ী ওষুধেরও। এই একটি ঘোষণা দেশের মেডিক্যাল পরিকাঠামোকে সম্পূর্ণ নতুন করে গড়ে দেবে।
তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মহলের এবং সাধারণ মানুষেরও সবচেয়ে বড় ঘোষণা মনে হয়েছে যেটিকে সেটি হল মোবাইলের দাম কমা। মোবাইলের ব্য়াটারির দামও কমছে। সঙ্গে কমছে, মোবাইলের আরও আটাশটি আনুষঙ্গিক জিনিসের। ফলে, অনেকটা দামও কমবে হয়তো মোবাইলের। এ নিয়ে উল্লসিত ভারতবাসী তথা বাঙালি।