Jalpaiguri Mysterious Death: আবাসনের জমি মৃত ব্যক্তির পরিবারেরই। জোর চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে...
প্রদ্য়ুৎ দাস: বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার পচাগলা ঝুলন্ত দেহ। শহরের মাঝে রহস্যমৃত্যুতে জোর চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে। আনুমানিক চার-পাঁচ দিন ধরে নিখোঁজ। শেষে নিজের ফ্ল্যাটের ঘরেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার ওই নিখোঁজ ব্যক্তির দেহ।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে। যদিও এই ঘটনায় থানায় কোনও ডায়েরি হয়নি বলে পুলিস সূত্রে খবর। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট সংলগ্ন এলাকার একটি বহুতল আবাসন থেকে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিস।
আবাসনেরই বাসিন্দা জানিয়েছেন, মৃতের নাম উজ্জ্বল বণিক (বাচ্চু)। বয়স আনুমানিক ৫৬ বছর। সামনেই একটি পানের দোকান রয়েছে ওনার। আবাসনের জমিটি ওনাদের পরিবারেরই। উনি বিয়ে করেননি। একাই থাকতেন নিজের ফ্ল্যাটে।
ঘটনার খবর পেয়েই ছুটে আসেন মৃত উজ্জ্বল বণিকের দাদা। বলেন প্রতি মাসে সংসার খরচ দিতাম। ছোটোবেলায় বাবা মারা গিয়েছে। সবাইকে দেখে রাখতাম! আজকে একী হয়ে গেল।
স্থানীয় আরেক বাসিন্দাও জানান, খুবই খারাপ লাগছে। ওনাদের জমিতেই এই ফ্ল্যাট তৈরি হয়েছে। উনি বিয়ে করেননি। একাই থাকতেন। তবে ওনার বোন, ভাই ও অন্যানরা এই আবাসনেই থাকেন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কোতোয়ালি থানার পুলিস। ঘরের মধ্যে ঝুলন্ত উজ্জ্বল বণিকের নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তেরজন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিস।