PHOTOS

Vande Bharat: মাত্র কয়েক ঘণ্টায় জম্মু থেকে শ্রীনগর, বন্দে ভারতের যাত্রা শুরু কবে, জেনে নিন টিকিটের দাম

Advertisement
1/5
জম্মু-শ্রীনগর বন্দে ভারত
জম্মু-শ্রীনগর বন্দে ভারত

জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে। এই ট্রেন চলবে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক দিয়ে।

2/5
রেল সেফটি কমিশন
রেল সেফটি কমিশন

বর্তমানে ওই লাইনে রেলের কমিশনার অব রেলওয়ে সেফটির সুপারিশ অনুযায়ী নিরাপত্তার কাজ করছে। কাজ শেষ হয়ে গেলেই ওই রুটের জন্য টিকিট বুকিং শুরু হবে।

3/5
কাটরা-শ্রীনগর রুটে চলবে
কাটরা-শ্রীনগর রুটে চলবে

প্রাথমিকভাবে ট্রেনটি চলবে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত। পরে সেটি ছাড়বে জম্ম্ুর তাওয়াই থেকে।  খুব শ্রীঘ্রই ওই রুটে অনলাইন ও অফলাইন টিকিট বুকিং শুরু হবে। সেই তারিখ ঘোষণা করবে উত্তর রেল।

 

4/5
তত্কাল টিকিট
তত্কাল টিকিট

জম্মু থেকে শ্রীনগর তত্কাল টিকিটের দাম হবে চেয়ার কারে হবে ২২৫ টাকা। একজিকিউটিভ ক্লাসে ৫০০ টাকা।

5/5
মোট কত যাত্রী বহন করবে
মোট কত যাত্রী বহন করবে

আপাতত জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে থাকছে ১টি একজিকিউটিভ ক্লাস, ৭টি এসি চেয়ার কার। সবেমিলিয়ে মোট ৫৩০ যাত্রী যেতে পারবেন।





Read More