Janhvi Kapoor: ফের ভাইরাল হচ্ছে অভিনেত্রী জাহ্নবী কাপুরের নয়া লুক। তাঁর এই নতুন রূপ দেখে নেটিজেনদের মন্তব্যে ভরে উঠছে তাঁর কমেন্ট সেকশন। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও বাজিমাত করছেন তিনি। কখনও তাঁর স্টাইলিং এবং ফ্যাশনের সঙ্গে সমঝোতা করেন না জাহ্নবী। তবে এবার তাঁর সঙ্গে উর্ফির তুলনা টানলেন নেটিজেনরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় একটি বিশাল ফ্যান বেস রয়েছে জাহ্নবী কাপুরের। তাঁর অসাধারণ স্টাইলিং সেন্স বার বার মুগ্ধ করেছে সকলকে।
সবুজ রঙের ওয়েস্টার্ন পোশাকে জাহ্নবী একেবারে হট অ্যান্ড হ্যাপেনিং। তবে শুধুমাত্র ওয়েস্টার্ন পোশাকেই নয়, তাঁকে ট্যাডিশনাল অবতারে দেখেও প্রশংসা করেন সবাই।
একটি বিশেষ ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন তিনি।
জাহ্নবীর সুপার হট ছবিতে কমেন্ট করছেন সকলেই।
কিছু লোক তাকে এই পোশাকের জন্য ট্রোল করছে ক্রমাগত। কেউ কেউ তাঁকে উর্ফির সঙ্গেও তুলনা করছেন।
একজন ব্যক্তি জাহ্নবীর হট লুকের প্রশংসা করে লিখেছেন, 'বাইরে এমনি গরম হচ্ছে, এখন আপনার ফটোশুট আরও গরম বাড়িয়ে দিল।'