PHOTOS

Happy Birthday Janhvi Kapoor: জন্মদিনে তিরুপতি বালাজীর মন্দিরে জাহ্নবী, শাড়িতে নজরকাড়া নায়িকা

Advertisement
1/8
শুভ জন্মদিন
শুভ জন্মদিন

নিজস্ব প্রতিবেদন: রবিবার ২৬-এ পা দিলেন জাহ্নবী কাপুর। 

 

2/8
জন্মদিন উদযাপন
জন্মদিন উদযাপন

এবছরের জন্মদিন একেবারে সাবেকি ভাবে কাটালেন নায়িকা। 

 

3/8
মন্দির দর্শনে
মন্দির দর্শনে

জন্মদিনে তিরুপতি বালাজীর মন্দিরে হাজির হয়েছিলেন জাহ্নবী। 

 

4/8
তিরুপতি বালাজীর মন্দিরে
তিরুপতি বালাজীর মন্দিরে

কাছের বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়ে তিরুপতি বালাজীর মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন জাহ্নবী। 

 

5/8
সাবেকি সাজে
সাবেকি সাজে

অন্ধ্রপ্রদেশে গিয়েছেন তাই মন্দির যাওয়ার জন্য জাহ্নবী পরেছিলেন দক্ষিনী সিল্কের শাড়ি। 

 

6/8
দক্ষিনী স্টাইলে
দক্ষিনী স্টাইলে

সবুজ ও গোলাপি রঙের জরির পাড়ের শাড়িতে নায়িকাকে মানিয়েছিল বেশ। 

 

7/8
গহনা
গহনা

শাড়ির সঙ্গে ম্যাচ করে পরেছিলেন হিরে ও এমারেল্ডের গহনা। 

 

8/8
জন্মদিনে
জন্মদিনে

জন্মদিনের একদিন আগেই তিরুপতি রওনা দিয়েছিলেন নায়িকা। 





Read More