PHOTOS

করোনা আতঙ্ক, মালাইকার ফ্ল্যাটেই 'বন্দি' অর্জুন কাপুর, দেখুন

Advertisement
1/5

করোনা আতঙ্কে ঘরবন্দি বলিউড সেলেবরাও। ​গোটা দেশের পাশাপাশি মারণ ভাইরাসের সংক্রমণের ভয়ে কার্যত লকডাউন মুম্বই। এসবের মধ্যই রবিবার বিকেলে দেখা গেল অন্যরকম ছবি 

2/5

করোনা আতঙ্কের মধ্যে যাঁরা সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছেন, তাঁদের সম্মান জানাতেই রবিবার জনতা কারফিউয়ের মাঝে হাততালি, কাঁসর, ঘণ্টা বাজানোর জন্য আবেদন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

3/5

প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বলিউড সেলেবরাও এগিয়ে আসেন। দেখা যায়, মালাইকার ফ্ল্যাটের ব্যালকিনিতে দাঁড়িয়ে রয়েছেন অর্জুন কাপুর 

4/5

মালাইকার ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে জরুরি পরিষেবাপ্রদানকারী মানুষদের মনের জোর বাড়াতে হাততালি দিচ্ছেন অর্জন কাপুর। 

5/5

করোনা আতঙ্কে যখন ঘরের মধ্যেই বন্দি সেলেবরা, তখন মালাইকার ফ্ল্যাটকেই থাকার জন্য বেছে নেন অর্জুন। বিয়ের আগেই কি বলিউডের এই দুই সেলেব লিভ ইন সম্পর্কে জড়ালেন, এখন এমন গুঞ্জনই উঠতে শুরু করেছে 





Read More