PHOTOS

Royal Enfield classic 350 নাকি Jawa! কার মাইলেজ বেশি, জানাল পরীক্ষা

Advertisement
1/5
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ কেনার পরিকল্পনা করেছিলেন? মাইলেজ নিয়ে চিন্তিত? তা হলে একবার জাওয়া মোটরসাইকেলের মাইলেজ সম্পর্কে জেনে নিন।

2/5
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন

দেশের ৭৭টি শহরে ৯৫টি জাওয়া মোটরসাইকেল শো-রুম খোলার কথা জানিয়েছে সংস্থাটি। ১৫ নভেম্বর ২০১৯ থেকে শুরু হবে বুকিং। 

3/5
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন

জাওয়া ফোরটি টু মডেলের দুটি মোটরসাইকেল কত মাইলেজ দেবে তা জানানো হয়েছে সংস্থাটির তরফে। দুটি মডেলের মোটরসাইকেল ২৯৩ সিসির। 

4/5
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন

এআরএআই-এর তথ্য অনুযায়ী জাওয়া-র এই দুটি মোটরসাইকেল ৩৭.৫ কিমি প্রতি লিটার মাইলেজ দেবে। যা কি না রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ মডেলের সমান। 

5/5
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন
জাওয়া মোটরসাইকেলের মাইলেজ কত জেনে নিন

২৯৩ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। ২৮ বিএইচপি। সিক্স স্পিড গিয়ার বক্স। সিঙ্গল ও ডুয়েল চ্যানেল এবিএস-এ পাওয়া যাবে জাওয়া ফোরটি টু মডেল। ১৪ লিটারের ফুয়েল ট্যাঙ্ক থাকবে তাতে। 





Read More