PHOTOS

Jeet: জিতের নয়া নায়িকা লহমা, কবে মুক্তি পাচ্ছে 'রাবণ'?

Advertisement
1/8
জিতের আগামী
জিতের আগামী

নিজস্ব প্রতিবেদন: জিতের আগামী ছবি রাবণ। গত বছরের অক্টোবরেই ছবির ঘোষণা করেন জিৎ। 

 

2/8
নয়া লুক
নয়া লুক

ছবিতে জিতের লুক বেশ চমকপ্রদ। লম্বা চুল, মোচা গোঁফ, এক গাল দাড়ি আর ভ্রুতে কাটা দাগ। একেবারে চিরাচরিত ভিলেনের লুক।

 

3/8
অন্য ধরনের চরিত্রে
অন্য ধরনের চরিত্রে

এই ছবিতে যে একদম অন্য ধরনের চরিত্রে ধরা দিতে চলেছেন জিৎ, তা আর বলার অপেক্ষা রাখে না। 

 

4/8
অ্যাকশন ফিল্ম
অ্যাকশন ফিল্ম

কলকাতায় এই ছবির শুটিং হয়েছে। ছবিতে যে ভালো অ্যাকশন দৃশ্য রয়েছে তা ছবির লুক দেখেই অনুমান করা যায়।

 

5/8
নয়া নায়িকা
নয়া নায়িকা

এই ছবিতে জিতের বিপরীতে দেখা যাবে এক নয়া নায়িকাকে। তাঁর নাম লহমা। 

 

6/8
নতুন মুখ
নতুন মুখ

রবিবার তাঁকেই দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রাবণের এক ঝলক পোস্ট করেন জিৎ। 

 

7/8
লহমার পাশে জিৎ
লহমার পাশে জিৎ

লহমার জন্য সকলের থেকে আশীর্বাদ চেয়েছেন জিৎ। 

 

8/8
মুক্তির অপেক্ষায়
মুক্তির অপেক্ষায়

আগামী ২৯ এপ্রিল মুক্তি পেতে চলেছে জিৎ ও লহমার ছবি 'রাবণ'।





Read More