Jeetu Kamal: ফের প্রেমে পড়েছেন জীতু, একথা নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। ২০২৩ সালে ডিভোর্সের ঘোষণা করেছিলেন জীতু ও নবনীতা। এবার অভিনেতা নিজেই জানালেন তিনি ফের প্রেমে পড়েছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরফে ঢাকা পাহাড়ের সামনে কোনও এক রহস্যময়ীর সঙ্গে দাঁড়িয়ে জীতু কমল।
এই ছবি ঘিরেই জল্পনা তুঙ্গে। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'তোমার সঙ্গে নতুন জার্নিতে আমি অভিভূত। ইউনির্ভাসকে ধন্যবাদ'।
তিনদিন পর ফের এক নারীর হাত ধরে ছবি পোস্ট করেন জীতু।
নেটপাড়ায় লিখলেন, 'হ্যাঁ, দীর্ঘ ছ'বছর পর, আবারও প্রেমে পড়লাম'।
কিন্তু কার প্রেমে পড়েছেন জীতু। কার হাত ধরে ছবি পোস্ট করলেন অভিনেতা, প্রশ্ন অনুরাগীদের মনে।
কমেন্ট সেকশনে শুভেচ্ছার ঝড়। কেউ লিখেছেন, পাহাড়ের প্রেমে পড়েছেন কেউ আবার বলছেন, 'আবার নবনীতার প্রেমেই পড়েছেন'।
অনেকেরই আবার অনুমান করছেন যে এটি হয়তো তাঁর আগামী ছবির প্রচার।
প্রসঙ্গত, ২০২৩ সালে আচমকাই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নবনীতা। এই বিষয়ে কখনই কথা বলতে চাননি জীতু।