PHOTOS

Jeetu Kamal: নবনীতা অতীত! '৬ বছর পর ফের প্রেমে পড়েছি', আবারও অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জীতু?

Jeetu Kamal: ফের প্রেমে পড়েছেন জীতু, একথা নিজেই জানান সোশ্যাল মিডিয়ায়। ২০২৩ সালে ডিভোর্সের ঘোষণা করেছিলেন জীতু ও নবনীতা। এবার অভিনেতা নিজেই জানালেন তিনি ফের প্রেমে পড়েছেন। 

Advertisement
1/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বরফে ঢাকা পাহাড়ের সামনে কোনও এক রহস্যময়ীর সঙ্গে দাঁড়িয়ে জীতু কমল। 

 

2/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

এই ছবি ঘিরেই জল্পনা তুঙ্গে। ক্যাপশনে অভিনেতা লেখেন, 'তোমার সঙ্গে নতুন জার্নিতে আমি অভিভূত। ইউনির্ভাসকে ধন্যবাদ'। 

 

3/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

তিনদিন পর ফের এক নারীর হাত ধরে ছবি পোস্ট করেন জীতু। 

 

4/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

নেটপাড়ায় লিখলেন, 'হ্যাঁ, দীর্ঘ ছ'বছর পর, আবারও প্রেমে পড়লাম'। 

 

5/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

কিন্তু কার প্রেমে পড়েছেন জীতু। কার হাত ধরে ছবি পোস্ট করলেন অভিনেতা, প্রশ্ন অনুরাগীদের মনে। 

 

6/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

কমেন্ট সেকশনে শুভেচ্ছার ঝড়। কেউ লিখেছেন, পাহাড়ের প্রেমে পড়েছেন কেউ আবার বলছেন, 'আবার নবনীতার প্রেমেই পড়েছেন'। 

 

7/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

অনেকেরই আবার অনুমান করছেন যে এটি হয়তো তাঁর আগামী ছবির প্রচার। 

8/8
জীতুর নয়া অধ্যায়
জীতুর নয়া অধ্যায়

প্রসঙ্গত, ২০২৩ সালে আচমকাই বিচ্ছেদের ঘোষণা করেছিলেন নবনীতা। এই বিষয়ে কখনই কথা বলতে চাননি জীতু। 





Read More