PHOTOS

১৫০০ টাকার ফোন ৬৯৯, দিওয়ালি অফারের সময়সীমা বাড়িয়ে দিল Jio

Advertisement
1/5
জিওর ফোন এত সস্তায়
জিওর ফোন এত সস্তায়

৮০১ টাকা ডিসকাউন্ট। সঙ্গে ৬৯৩ টাকার ডাটা বেনিফিট। জিও ফোন কেনার এর থেকে ভাল সুযোগ হয়তো আর পাবেন না। আর দেরি না করে আজই কিনে ফেলুন ১৫০০ টাকার জিও ফোন মাত্র ৬৯৯ টাকায়। 

2/5
জিওর ফোন এত সস্তায়
জিওর ফোন এত সস্তায়

দিওয়ালি উপলক্ষে ফোনের উপর বড়সড় ছাড় দেওয়া শুরু করেছিল জিও। গত তিন সপ্তাহে ব্যাপক বিক্রি হয়েছে জিও ফোন। তাই দিওয়ালি অফারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। নভেম্বরের শেষ পর্যন্ত গ্রাহকরা ৬৯৯ টাকায় জিও ফোন কিনতে পারবেন।

3/5
জিওর ফোন এত সস্তায়
জিওর ফোন এত সস্তায়

২.৪ ইঞ্চির ডিসপ্লে। ১.২ গিগা হার্টজ ডুয়েল কোর প্রসেসর। ৫১২ এমবি RAM পাওয়া যাবে জিও ফোনে। ফেসবুক, হোয়াটস অ্যাপ, গুগল ম্যাপ, ইউ টিউবের মতো গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহার করা যাবে এই ফোনে। 

4/5
জিওর ফোন এত সস্তায়
জিওর ফোন এত সস্তায়

২০০০ এমএএইচ ব্যাটারি থাকবে এই ফোনে। কানেক্টিভিটি-র ক্ষেত্রে ব্লুটুথ, ওয়াই-ফাই, ফোর জি কানেকশন-এর সুবিধা রয়েছে। 

5/5
জিওর ফোন এত সস্তায়
জিওর ফোন এত সস্তায়

জিও-র তরফে জানানো হয়েছে, ''আমরা গ্রাহকদের আরও কিছুদিন দিওয়ালি অফারে ফোন কেনার সুযোগ দিতে চাই। ৬৯৯ টাকার ফোন কিনলে ডাটা বেনিফিট-এর সুযোগ থাকবে।''





Read More