Jio's latest data plan offering: Jio আনতে চলেছে ১০১ টাকার আনলিমিটেড ডেটা প্ল্যান (₹101 Unlimited Data Plan)। পয়লা বৈশাখের ঠিক আগে এবার তারা নিয়ে এল নতুন এক পরিকল্পনা।
জিও আনতে চলেছে ১০১ টাকার আনলিমিটেড ডেটা প্ল্যান (₹101 Unlimited Data Plan)। যেসব গ্রাহক একটু ভেবেচিন্তে খরচ-খরচা করতে চান, তাঁদের কথা ভেবেই এই নতুন প্ল্যান। এগজিস্টিং প্ল্যানেই ডেটা কম পড়লে অল্প খরচে সেটাতেই যাতে নতুন ডেটা যোগ করা যায়, সেই ব্যবস্থাই এই প্ল্যানের লক্ষ্য।
নতুন এই ১০১ টাকার আনলিমিটেড ডেটা প্ল্যানটি অবশ্য আনকোরা নতুন কোনও স্ট্যান্ড-অ্য়ালোন প্ল্যান নয়। এটি একটি অ্যাড-অন ডেটা-বুস্টার (data booster add-on)।
যাঁরা ইতিমধ্যেই একটি জিও প্ল্যান উপভোগ করছেন, তাঁদের জন্যই নতুন এই প্ল্যান। যাঁরা হাই-স্পিড ডেটা চান, তাঁদের দিকে তাকিয়েই এই প্ল্যান।
প্ল্যান ফুরিয়ে যাওয়ার আগেই যাঁদের নেটের দফারফা হয়, এই প্ল্যানটি মূলত তাঁদের জন্যই। কম খরচেই নেটের সীমা বৃদ্ধি করার সুযোগ করে দেওয়া তাঁদের।
ফুল প্ল্যান রিচার্জ করা খরচাসাপেক্ষ। ফলে ডেটা ফুরিয়ে গেলেও কল করা যায় বলে অনেকেই আর সেই সময়টায় নতুন করে রিচার্জ করেন না। এদিকে ডেটা না মেলায়, তাঁদের অসুবিধা হয়। এই মিড-সাইকেল ডেটা এক্সহশনের পরে যাতে তাঁরা ডেটা ভরতে পারেন, এটা সেকারণেই আনা।
আসুন প্ল্যানটির সঙ্গে পরিচয় করে নেওয়া যাক:
কত ডেটা?: ৬ জিবি (4G data)
প্ল্যান ভ্যালিডিটি: ৬০ দিন পর্যন্ত, অথবা এগজিস্টিং প্ল্যানের ভ্যালিডিটি যতদিন, ততদিন
ইউজেবিলিটি: যে কোনও অ্যাক্টিভ বেস প্ল্যানের সঙ্গে এটি ব্যবহার করা যাবে।
রিচার্জ মোড: MyJio app, Jio.com অথবা তৃতীয় কোনও প্ল্যাটফর্ম থেকে রিচার্জ করা যাবে
কারা এটা ব্যবহার করতে পারবেন: একমাত্র জিও প্রিপেড কাস্টমারেরা