PHOTOS

Covid Protocols: আইসোলেশন, মাস্ক, স্যানিটাইজার...এসেই পড়ল আতঙ্কের কোভিডবিধি! করোনা কি সত্যিই ক্রমশ ভয়ংকর হচ্ছে? দুঃসহ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1। আশঙ্কা করা হচ্ছে, এটি অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম। ফলে ১ বছরের নীচের শিশু এবং ষাটোর্ধ্ব ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
1/7
চিকিৎসকের পরামর্শ
চিকিৎসকের পরামর্শ

অয়ন শর্মা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে-যে দিকে খেয়াল রাখতে হবে: ১. উপসর্গ দেখা দিলে অর্থাৎ জ্বর, সর্দিকাশি, গা-হাত-পা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে; ২. করোনা পজেটিভ হলে আইসোলেশনে থাকতে হবে; ৩. ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন; ৪. হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন; ৫. ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।

2/7
৬৪৯১
৬৪৯১

আজ, সোমবার গোটা দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬১৩৩ থেকে বেড়ে হল ৬৪৯১!

3/7
'হু'-র সতর্কতা
'হু'-র সতর্কতা

বিশ্বের ২২টি দেশকে করোনা নিয়ে এবার সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা তথা 'হু'!

4/7
করোনাবিধি
করোনাবিধি

এবার ডাক্তারেরা করোনা নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন। মেনে চলতে বলছেন করোনাবিধি। কী কী বলছেন তাঁরা?

5/7
ষাটোর্ধ্বরা এবং গর্ভবতী মহিলা
ষাটোর্ধ্বরা এবং গর্ভবতী মহিলা

জনবহুল এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে হবে, ষাটোর্ধ্বরা এবং গর্ভবতী মহিলা মাস্ক ব্যবহার করুন। ১ বছরের নীচের শিশুদের যদি হাই গ্রেড ফিভার দেখা দেয়, সর্দিকাশি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করাতে হবে।

6/7
আইসোলেশনে
আইসোলেশনে

১৮ থেকে ৪০ বছরের, পুরুষ ও মহিলারা জ্বর সর্দি কাশি এবং গা হাত পা ব্যথা থেকে ভুগলে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বাড়িতে আইসোলেশনে থাকতে হবে।

7/7
কো-মর্বিডিটি
কো-মর্বিডিটি

যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের যদি করোনার উপসর্গ দেখা যায় অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)





Read More