জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: করোনার ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট JN.1। আশঙ্কা করা হচ্ছে, এটি অনেক বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম। ফলে ১ বছরের নীচের শিশু এবং ষাটোর্ধ্ব ব্যক্তি এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি মারাত্মক আকার নিতে পারে বলে মনে করা হচ্ছে।
অয়ন শর্মা: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে-যে দিকে খেয়াল রাখতে হবে: ১. উপসর্গ দেখা দিলে অর্থাৎ জ্বর, সর্দিকাশি, গা-হাত-পা ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে; ২. করোনা পজেটিভ হলে আইসোলেশনে থাকতে হবে; ৩. ঘরের বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন; ৪. হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন; ৫. ঘনঘন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন।
আজ, সোমবার গোটা দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬১৩৩ থেকে বেড়ে হল ৬৪৯১!
বিশ্বের ২২টি দেশকে করোনা নিয়ে এবার সতর্ক করল বিশ্বস্বাস্থ্য সংস্থা তথা 'হু'!
এবার ডাক্তারেরা করোনা নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন। মেনে চলতে বলছেন করোনাবিধি। কী কী বলছেন তাঁরা?
জনবহুল এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে হবে, ষাটোর্ধ্বরা এবং গর্ভবতী মহিলা মাস্ক ব্যবহার করুন। ১ বছরের নীচের শিশুদের যদি হাই গ্রেড ফিভার দেখা দেয়, সর্দিকাশি হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে টেস্ট করাতে হবে।
১৮ থেকে ৪০ বছরের, পুরুষ ও মহিলারা জ্বর সর্দি কাশি এবং গা হাত পা ব্যথা থেকে ভুগলে, তাঁদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বাড়িতে আইসোলেশনে থাকতে হবে।
যাঁদের কো-মর্বিডিটি রয়েছে, তাঁদের যদি করোনার উপসর্গ দেখা যায় অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
(Disclaimer: প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হচ্ছে, কোনও সুপারিশ করা হচ্ছে না।)