PHOTOS

John Barla | Mamata Banerjee: মমতার সভায় বিজেপির জন! বদলাচ্ছেন 'ফুল'? নয়া সমীকরণ উত্তরবঙ্গে?

John Barla at Mamata Meeting: সভায় যোগ দেওয়ার আগে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে আক্রমণ জন বার্লার।

Advertisement
1/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

শ্রেয়সী গাঙ্গুলি: উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণ? কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভায় তাঁরই ইঙ্গিত!

2/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

কালচিনির সুভাষিণী চা-বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসনিক সভায় উপস্থিত বিজেপি নেতা জন বার্লা। 

 

 

3/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

আর তাতেই প্রশ্ন উঠছে, বিজেপির প্রাক্তন সাংসদ কি তবে 'ফুল' বদলাচ্ছেন? বিজেপি ছেড়ে কি তবে এবার তৃণমূলের পথে জন বার্লা? 

 

4/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন জন বার্লা। সভায় যোগ দেওয়ার আগে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে আক্রমণও করেছেন জন বার্লা।

 

5/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

রাজ্যের শাসকদলের সুরে সুর মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন প্রাক্তন বিজেপি সাংসদ। সব মিলিয়ে উত্তরবঙ্গের চা-বলয়ে জন বার্লাকে নিয়ে তুঙ্গে জল্পনা। 

 

6/6
মমতার সভায় বিজেপির জন!
মমতার সভায় বিজেপির জন!

তিনি যে প্রশাসনিক সভায় আসবেন, সেকথা আগেই জানিয়েছিলেন। আর 'কথা রেখেই' যেন মমতার সভায় জন বার্লা।





Read More