John Barla at Mamata Meeting: সভায় যোগ দেওয়ার আগে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে আক্রমণ জন বার্লার।
শ্রেয়সী গাঙ্গুলি: উত্তরবঙ্গের রাজনীতিতে নয়া সমীকরণ? কালচিনিতে মুখ্যমন্ত্রীর সভায় তাঁরই ইঙ্গিত!
কালচিনির সুভাষিণী চা-বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের প্রশাসনিক সভায় উপস্থিত বিজেপি নেতা জন বার্লা।
আর তাতেই প্রশ্ন উঠছে, বিজেপির প্রাক্তন সাংসদ কি তবে 'ফুল' বদলাচ্ছেন? বিজেপি ছেড়ে কি তবে এবার তৃণমূলের পথে জন বার্লা?
মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন জন বার্লা। সভায় যোগ দেওয়ার আগে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রকে আক্রমণও করেছেন জন বার্লা।
রাজ্যের শাসকদলের সুরে সুর মিলিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন প্রাক্তন বিজেপি সাংসদ। সব মিলিয়ে উত্তরবঙ্গের চা-বলয়ে জন বার্লাকে নিয়ে তুঙ্গে জল্পনা।
তিনি যে প্রশাসনিক সভায় আসবেন, সেকথা আগেই জানিয়েছিলেন। আর 'কথা রেখেই' যেন মমতার সভায় জন বার্লা।