PHOTOS

WB Uccha Madhyamik Result 2024: বাবা-মা খেতমজুর, এদিকে মেয়ে মেধাতালিকায় শীর্ষে...

WB Uccha Madhyamik Result 2024: বাবা-মা দু'জনেই ক্ষেতমজুর। দরিদ্র পরিবার। কিন্তু তার মধ্যেই সকলকে চমকে দিল জ্যোৎস্না।

Advertisement
1/7
সারেঙ্গা
সারেঙ্গা

বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের কাঠগোড়া গ্রামের জ্যোৎস্না কিস্কু।

2/7
প্রথম
প্রথম

উচ্চ মাধ্যমিকে সকলকে চমকে এবার  একেবারে প্রথমে উঠে এসেছে জ্যোৎস্না কিস্কুর নাম। 

3/7
সাঁওতালিতে
সাঁওতালিতে

তবে সেটা সাঁওতালি মাধ্যমে। জ্যোৎস্না কিস্কুর প্রাপ্ত নম্বর ৪৮৬। 

4/7
মেধাবী
মেধাবী

সারেঙ্গার কাঠগোড়া গ্রামের জ্যোৎস্না কিস্কু ছোট থেকেই বেশ মেধাবী ছিল।

5/7
আবাসিক স্কুলে
আবাসিক স্কুলে

তবে অভাবের সংসারে মেয়ের লেখাপড়া বেশিদূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না বুঝতে পেরে জ্যোৎস্নার বাবা-মা জ্যোৎস্নাকে পঞ্চম শ্রেণীতে ভর্তি করে দেন রাইপুরের পন্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলে।

6/7
মেধাতালিকায় শীর্ষে
মেধাতালিকায় শীর্ষে

সেখানে থেকেই পড়াশোনা করে এবার উচ্চ মাধ্যমিকে সাঁওতালি মাধ্যমে রাজ্যের মেধা তালিকায় প্রথম স্থানে উঠে এল জ্যোৎস্না। উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণার পরে জ্যোৎস্নার সাফল্যে আনন্দিত তার বাবা-মা, গর্বিত তার প্রতিবেশীরা। 

7/7
জ্যোৎস্নার স্বপ্ন
জ্যোৎস্নার স্বপ্ন

জ্যোৎস্নার প্রিয় বিষয় সাঁওতালি। সাঁওতালি নিয়ে পড়াশোনা করে আগামীদিনে স্কুল-শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন জ্যোৎস্না।





Read More