PHOTOS

Kavi Subhash Metro Station Closed: পিলারে চওড়া ফাটল! বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন, যাত্রীরা জানেনই না...ভরা বর্ষায় দুর্ভোগ...

Kabi Subhash Metro crack in pillar: তিলোত্তমার লাইফ লাইন মেট্রো। প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে। সোমবারের বিভ্রাটের কথা জানতেনই না বেশিরভাগ যাত্রীরা। 

Advertisement
1/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

অয়ন ঘোষাল: আপ প্ল্যাটফর্মের কলামে ক্র্যাক। যাত্রী নিরাপত্তায় আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত। একই ভাবে শহিদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো। অতি বৃষ্টির কারণে কবি সুভাষ (নিউ গড়িয়া) মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে এই ক্র্যাক দেখা গিয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। 

2/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

ফলে আপাতত কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো যাবে না বা কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে না। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রী নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার। সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মেট্রো। 

3/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

সোমবার বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক।

4/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

ফাঁকা রেক পাঠানো হচ্ছিল কবি সুভাষে। যাত্রীরা দীর্ঘসময় ধরে এর কারণ বুঝতে পারছিলেন না। অবশেষে সন্ধ্যে সাড়ে ৭ টা নাগাদ এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে মেট্রো। জানিয়ে দেওয়া হয় আপ অর্থাৎ দক্ষিণেশ্বরগামী প্ল্যাটফর্মে একাধিক কলাম বা পিলারে লক্ষ্যনীয় ক্র্যাক বা ফাটল দেখা দিয়েছে। 

5/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

এর পূর্ণাঙ্গ পরীক্ষা এবং মেরামতির কাজ শেষ না হওয়া পর্যন্ত এই স্টেশন টি যাত্রীদের জন্য ব্যবহার করা যাবে না। কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ। 

6/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

ফলে ধরে নেওয়া হচ্ছে কবি সুভাষ থেকে  যাতায়াতকারী যাত্রীদের আপাতত অনির্দিষ্টকাল ভোগান্তি পোহাতে হবে। এই খবর অনেকেই জানতেন না। ফলে স্টেশনে পড়েছেন নোটিস। স্বভাবতই বিরক্ত যাত্রীরা। 

7/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

কীভাবে কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম গিয়ে তারপর মেট্রো ধরবেন বুঝতে পারছেন না যাত্রীরা। মঙ্গলবার সকাল থেকেই প্রচুর যাত্রী স্টেশনে। বেশিরভাগ যাত্রীর কাছেই খবর নেই। 

 

8/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

ব্লু লাইনে মেট্রো পরিষেবা শহিদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকেই চলাচল করবে। কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও, খালি রেকগুলি রিভার্সাল এবং রক্ষণাবেক্ষণের জন্য স্টেশন পর্যন্ত যাতায়াত করবে।

9/9
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা
মেট্রো বন্ধ! জানেনই না যাত্রীরা

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 





Read More