PHOTOS

Kailash Mansarovar Yatra 2025: পহেলগাঁও থেকে শিক্ষা নিয়ে জোরদার নিরাপত্তা, চিন-পথেই ফের মানস সরোবর যাত্রা...

Kailash Mansarovar Yatra: যাত্রাপথে তীর্থযাত্রীরা টনকপুর, ধারচুলা, গুঞ্জি এবং নভীঢাং –এ যাত্রা বিরতি করবে। ফেরার পথে তারা বুন্দি, চৌকরি এবং আলমোড়া হয়ে দিল্লী ফিরবে।  kmvn.gov.in - ওয়েবসাইটে রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

Advertisement
1/5
কৈলাস-মানস সরোবর যাত্রা
কৈলাস-মানস সরোবর যাত্রা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ পাঁচ বছর পর শুরু হচ্ছে কৈলাস মানস সরোবর যাত্রা। উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলা থেকে এই যাত্রা শুরু হবে। এর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

2/5
কৈলাস-মানস সরোবর যাত্রা
কৈলাস-মানস সরোবর যাত্রা

ভারত ও চিনের মধ্যেই দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল আগেই। এবার শনিবার বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হল, চলতি বছর জুন থেকে অগাস্টের মধ্যে অনুষ্ঠিত হবে কৈলাস-মানস সরোবর যাত্রা।

3/5
কৈলাস-মানস সরোবর যাত্রা
কৈলাস-মানস সরোবর যাত্রা

২০২০ সালে কোভিড অতিমারী এবং পরবর্তীতে গালওয়ান সংঘাতের কারণে ভারত-চিন সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব এই পুণ্যযাত্রার উপর পড়েছিল। গত বছর চিনের পক্ষ থেকে এই যাত্রা পুনরায় শুরু করার প্রস্তাব দেওয়া হয়। 

4/5
কৈলাস-মানস সরোবর যাত্রা
কৈলাস-মানস সরোবর যাত্রা

ভারত সরকারের বিদেশ মন্ত্রক এবং উত্তরাখন্ড সরকারের যৌথ উদ্যোগে চলবে এই যাত্রা।  উত্তরাখন্ড সরকারের অধীনস্থ কুমায়ুন মন্ডল বিকাশ নিগমকে এই তীর্থযাত্রায় অংশগ্রহণকারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লী থেকে শুরু হয়ে পিথুরাগড় জেলার লিপুলেক পাস হয়ে তীর্থযাত্রীরা চীনে প্রবেশ করবে। 

5/5
কৈলাস-মানস সরোবর যাত্রা
কৈলাস-মানস সরোবর যাত্রা

এবছর ৫০ জন করে তীর্থযাত্রী তথা পর্যটকের মোট ১৫টি দল যাবে কৈলাস ও মানস সরোবর যাত্রায় যাবে। তীর্থযাত্রীদের পাঁচটি দল উত্তরাখণ্ডের লিপুলেখ পাস দিয়ে যাবে এবং বাকি ১০টি দল সিকিমের নাথু লা পাস দিয়ে যাবে। 





Read More