শাহরুখ খান, অক্ষয় কুমার, রণবীর কাপুর এবং সালমান খান সহ অন্যান্য সেলিব্রিটিদের অনেক ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পুনরায় তৈরি করা হয়েছে। সম্প্রতি, কাজল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ট্রেন্ডে যোগ দিয়েছেন যেখানে তিনি বিশ্বাস করেন যে তিনি তাঁর মেয়ে নাইসার অনুরূপ। তিনি ছবিতে নাইসাকে ট্যাগ করেছেন এবং লিখেছেন যে তিনি অনুভব করেন যে, তাঁকে তাঁর মেয়ের মতো দেখাচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৯৯ সালের ফেব্রুয়ারি মাসে অভিনেতা অজয় দেবগনের সঙ্গে বিয়ে হয় কাজলের। তাঁদের দুটি সন্তান রয়েছে। মেয়ে নাইসা এবং ছেলে যুগ। নাইসার জন্ম ২০০৩ সালে এবং ছেলে যুগের জন্ম ২০১০ সালে।
এক ঘন্টার মধ্যে পোস্টটিতে ২৭ হাজার জন লাইক করেছেন। অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেছেন যে, "বড় হয়ে নাইসাকে কাজলের মতো দেখাবে"। অন্যদিকে একজন কমেন্ট করেছেন, "তোমরা দুজনেই ভীষণ সুন্দর"। কেউ আবার লিখেছেন, "কাজল ম্যামের নাইসাকে একদম আপনার মতো দেখাচ্ছে।"
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ট্রেন্ড মেনে কাজল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এআই অ্যান্ড মি... এনি গেস হু আই লুক লাইক।" কাজল তাঁর পোস্টে, তাঁর মেয়ে নাইসা দেবগনকে ট্যাগ করেছেন।
কাজল নিজের একটি এআই ছবি শেয়ার করে বলেছেন তাঁকে তাঁর মেয়ে নাইসা দেবগনের মতো দেখতে লাগছে।
বলিউড অভিনেত্রী কাজল সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। শুধুমাত্র ইনস্টাগ্রামে তাঁর ১৪.২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে। কাজল তাঁর চিন্তাভাবনা, মতামত এবং ফটোগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতে পছন্দ করে।