PHOTOS

Kajol in Kolkata: বৃষ্টিভেজা রবিবারে পার্কস্ট্রিটে কাজল, সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্ত...

Kajol: বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। সম্প্রতি শহরে এসেছেন তাঁর মা অভিনেত্রী তনুজা ও ছেলে যুগ দেবগণ। শনিবার মা ও ছেলেকে নিয়ে কাজল পৌঁছে গিয়েছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে। রবিবার বৃষ্টিভেজা সকালেই কাকভোরে তিনি হাজির পার্কস্ট্রিটে। 

 

Advertisement
1/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার ভোর থেকেই আকাশ মেঘলা। এই বৃষ্টিভেজা মেঘলাদিনে সকাল সকাল পার্কস্ট্রিটে দেখা মিলল অভিনেত্রী কাজলের। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

2/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

পরনে গোলাপি রঙের জাম্পশুট, চোখে রোদচশমা। পার্কস্ট্রিটে ফ্রেমবন্দি হলেন অভিনেত্রী। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

3/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

ফ্লুরিজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর জন্য সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

4/10
কাজলের সঙ্গে ইন্দ্রনীল...
কাজলের সঙ্গে ইন্দ্রনীল...

তবে তিনি একা নন, এদিন কাজলের সঙ্গে ছিলেন অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

5/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

শনিবার বিকেল ৩টেয় মা তনুজা ও ছেলেকে যুগকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন অভিনেত্রী কাজল। প্রায় ২০ মিনিট ছিলেন তাঁরা। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

6/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

এদিন কাজলের পরনে ছিল লাল সালোয়ার, তনুজা ছিলেন হুইল চেয়ারে। মা ও ছেলেকে একাই সামলাচ্ছিলেন কাজল। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

7/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

বেশ কয়েকদিন ধরেই বাংলায় রয়েছেন কাজল। বিশাল ফুরিয়া পরিচালিত তাঁর আগামী ছবি ‘মা’-র শুটিং চলছে। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

8/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

কলকাতায় এসেই বর্ধমান চলে গিয়েছিলেন কাজল সহ ছবির গোটা টিম। সেখানেই কালিকাপুর রাজবাড়িতে চলছিল শ্যুটিং। শেষধাপের শ্যুটিং হচ্ছে কলকাতায়। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

9/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

ইন্দ্রনীল ছাড়াও এই ছবিতে কাজলের সঙ্গে দেখা যাবে রণিত রায়কে। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)

 

10/10
কলকাতায় কাজল...
কলকাতায় কাজল...

শ্যুটিং পর্ব প্রায় শেষ। জানা যাচ্ছে ৮ এপ্রিল মুম্বই ফিরে যাবেন অভিনেত্রী। (ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত)





Read More