Deb Mukherjee Death: শুক্রবার আচমকাই প্রয়াত হয়েছেন পরিচালক অয়ন মুখোপাধ্য়ায়ের বাবা, কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা পরিচালক দেব মুখোপাধ্যায়। তাঁর মৃত্যুতে শোকে পাথর কাজল। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় যে কাজলকেই সবচেয়ে বেশি ভালবাসতেন তাঁর কাকা। দুর্গাপুজোয় তাঁদের সবসময় দেখা যেত একসঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছেলে অয়নের থেকেও নাকি ভাইঝি কাজলকে বেশি ভালবাসতেন দেব মুখার্জি। বাবা সোমু মুখোপাধ্যায়ের মৃত্যুর পর দেব মুখোপাধ্যায়ই ছিলেন কাজলের পিতৃসম।
শুক্রবার আচমকা দেব মুখোপাধ্যায়ের মৃত্যু তাই দ্বিতীয়বার পিতৃহারা হওয়ার মতোই ছিল কাজলের কাছে। এখনও এই কাকার মৃত্যুটা মেনে নিতে পারছেন না নায়িকা।
শুক্রবার দেখা যায় কাকার শেষ বিদায়ের চোখে জল নায়িকার। ক্যামেরার সামনেও নিজেকে ধরে রাখতে পারলেন না কাজল।
প্রতি দুর্গাপুজোতেই দেব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা যেত কাজলকে।
ভাইঝি কাজলকে দেখেই বুকে টেনে নিতেন দেব। আর কাজলও যে আহ্লাদে আটখানা হতেন, তা ছবিতেই স্পষ্ট।
এমনকী দুর্গাপুজোর কাজেও সবসময়েই অগ্রগণ্য থাকতে দেখা যায় দেব মুখোপাধ্যায়কে। তাঁর মৃত্যুতে শোক মুখার্জি পরিবারে।
এদিন সোশ্যাল মিডিয়ায় কাজল লেখেন, 'প্রতি দুর্গাপুজোয় সুন্দর জামাকাপড় পরে একসঙ্গে ছবি তোলা ছিল আমাদের প্রথা।'
'আমি এখনও নিজেকে বোঝাচ্ছি, যে তুমি আর নেই। আমার চেনা, তুমি সবচেয়ে ভালো মানুষ', লেখেন কাজল।
কাজল লেখেন, 'তুমি ভাল থেকো, তোমাকে একইরকম ভালবাসব, প্রতিদিন মিস করব'।
শুক্রবার সকালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় ফিল্মমেকার দেব মুখোপাধ্যায়ের। এদিন তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন রণবীর কাপুর, জয়া বচ্চন, হৃত্বিক রোশন থেকে শুরু করে আরও অনেক তারকাই।