Kajol in Kolkata: বুধবার কলকাতায় আসেন অভিনেত্রী। আজ সকালে ভবতারিণীকে পুজো অর্পণ করতে সকালেই পৌঁছে যান কাজল। একেবারে মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো দেন অভিনেত্রী। মায়ের আরতিও করেন। অভিনেত্রী বলেন, 'কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা রয়েছে। যখনই কলকাতায় আসি মনে হয় বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম'।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বৃহস্পতিবার সকাল সকাল দক্ষিণেশ্বরে হাজির অভিনেত্রী কাজল (Kajol)।
বুধবার কলকাতায় আসেন অভিনেত্রী। আজ সকালে ভবতারিণীকে পুজো অর্পণ করতে সকালেই পৌঁছে যান কাজল।
একেবারে মায়ের গর্ভগৃহে ঢুকে পুজো দেন অভিনেত্রী। মায়ের আরতিও করেন।
মুক্তির অপেক্ষায় কাজলের নতুন ছবি 'মা'।
মাইথোলজিক্যাল হরর জঁরের এই ছবির প্রচার শুরুর আগে দক্ষিণেশ্বরে পুজো দেন অভিনেত্রী।
কলকাতায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল জানান যে কলকাতায় আসা তাঁর কাছে মায়ের কাছেই আসা।
অভিনেত্রী বলেন, 'কলকাতায় এসে খুব ভালো লাগছে। মায়ের উপর আমার প্রবল আস্থা রয়েছে। যখনই কলকাতায় আসি মনে হয় বাপের বাড়ি এলাম। মনে হয়, মায়ের বাড়ি এলাম'।
'ছবির প্রচার শুরু করার আগে আমার মনে হয় যে, যাই মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তাই আমি মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের থেকে আশীর্বাদের ফুল পেয়েছি। আমি খুবই খুশি', বলেন কাজল।
ছবি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'মা ছবিতে আমার চরিত্রটা, এ যাবত্ আমার করা সবচেয়ে শক্তিশালী একটা চরিত্র। এটা একটা মাইথোলজিক্যাল হরর'।
'ছবির টাইটেলটা সিনেমার চিত্রনাট্যের জন্য পারফেক্ট। এটা একেবারেই অন্যরকম একটা ছবি। আমি নিশ্চিত যে এটা সকলকে চমকে দেবে', দাবি কাজলের।
কাজলকে দেখতে এদিন মন্দির চত্বরে উপচে পড়ে ভিড়।