আইবুড়োভাতে শ্রীময়ীকে দেখা গেল সাবেকি সাজে, গোলাপি শাড়ি-সোনার গয়নায় সেজেছিলেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেহেন্দির পর এবার সামনে এলো শ্রীময়ী চট্টোরাজের আইবুড়োভাতের ছবি।
মেহন্দিতে লেহরিয়ার কাজ করা কমলা রঙের একটি জারদৌসী লেহঙ্গা পরেছিলেন শ্রীময়ী।
আইবুড়োভাতে তাঁকে দেখা গেল সাবেকি সাজে, গোলাপি শাড়ি-সোনার গয়নায় সেজেছিলেন তিনি।
পরিবারের সকলের সঙ্গে আইবুড়োভাত খেতে দেখা যায় তাঁকে।
তবে এইদিন কোনও ছবিতে পাশে ছিলেন না অভিনেতা কাঞ্চন মল্লিক।
আইবুড়োভাতে কি সব পছন্দের পদ ছিল? এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে শ্রীময়ী বলেন, 'একদম। পাঁচ রকম ভাজা, শাক, মাছের মুড়ো ভাজা, ডাল, শুক্তো, পটল আলুর দম, পাবদা মাছ, চাটনি, দই, মিষ্টি। এগুলিই ছিল আইবুড়োভাতে।'
তিনি আরও বলেন, 'আমি বাঙালি খাবার খেতে পছন্দ করি। আমাদের বিয়ের মেনুতেও বাঙালি খাবার থাকছে সব।'