বুধবারই সাতপাকে বাঁধা পড়েছেন কঙ্গনা রানাউতের তুতো ভাই করণ রানাউত। বৃহস্পতিবার নববধূর জন্য অভিনেত্রীর বাড়িতে রাখা হয়েছিল হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী 'পাহাড়ি ধাম' অনুষ্ঠানের।
ছবি : কঙ্গনার টুইটার
Our family is hosting traditional pahadi dham for the newly wed Karan and Anjali today, Anjali can be seen in traditional attire, sharing a picture with Rangoli as well from the ongoing event pic.twitter.com/BcbKw6yx0l
— Kangana Ranaut (@KanganaTeam) October 22, 2020
'পাহাড়ি ধাম' অনুষ্ঠানে নববধূর সৌজন্যে খাওয়াদাওয়ার আয়োজন করা হয়। আমরা বাঙালিরা যাকে বলি 'বৌভাত'।
ছবি : কঙ্গনার টুইটার
তুতো ভাই করণের 'পাহাড়ি ধাম' অনুষ্ঠানের ছবি পোস্ট করে টুইটে কঙ্গনা লিখেছেন, ''আমাদের পরিবারে তরফে আজ নব দম্পতি করণ ও অঞ্জলির জন্য ঐতিহ্যবাহী পাহাড়ি ধাম-এর আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অঞ্জলিকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা যেতে পারে।''
ছবি : কঙ্গনার টুইটার
ভাই করণের 'পাহাড়ি ধাম' অনুষ্ঠানে ডিজাইনার লাল লেহেঙ্গায় সাজতে দেখা গিয়েছে কঙ্গনা রানাউতকে। লেহেঙ্গার সঙ্গে অভিনেত্রী পরেছিলেন কস্টিউম জুয়েলারি।
ছবি : কঙ্গনার টুইটার
ভাইয়ের 'পাহাড়ি ধাম' অনুষ্ঠানে রঙ্গোলি চান্দেলকে দেখা গেল অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজে।
ছবি : কঙ্গনার টুইটার