PHOTOS

Kangana Ranaut Photo: মানালিতে পাহাড়ের কোলে কঙ্গনার প্রাসাদ,অন্দরমহলের ছবি শেয়ার করলেন অভিনেত্রী

Advertisement
1/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

নিজস্ব প্রতিবেদন: কাজের সূত্রে মুম্বইয়ে থাকলেও কঙ্গনা রানাওয়াত মনে প্রাণে যে মানালিতে থাকেন, তা তিনি বারবারই বলেছেন। 

 

2/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

মানালিতে পাহাড়ের কোলে নিজের জন্য এক প্রাসাদ বানিয়েছেন নায়িকা, সেই ছবিই শেয়ার  করেছেন সোশ্যাল মিডিয়ায়। 

 

3/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

চিরাচরিত হিমাচলের বাড়িতে যে কাঠের অন্দরসজ্জা দেখা যায়, সেভাবেই বাড়ির অন্দর পুরোটাই কাঠের। 

 

4/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

ফ্লোরে পাতা গালিচা, সিলিং থেকে ঝুলছে আলোর ঝাড়বাতি, ড্রয়িং রুমের আসবাবও নজরকাড়া। 

 

5/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

ড্রয়িং রুমে রয়েছে একটি বিলিয়ার্ডস বোর্ড। 

 

6/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

তিনটি বেডরুমের ছবি শেয়ার করেছেন কঙ্গনা। একটি রুমের থিম কালার বেবি পিঙ্ক। 

 

7/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

অপর একটি বেডরুমের রঙ হালকা সবুজ ও সাদার কম্বিনেশন। বেডের পাশেই দেখা যাচ্ছে একটি বড় আয়না। 

 

8/8
মানালিতে কঙ্গনার বাড়ি
মানালিতে কঙ্গনার বাড়ি

অন্য একটি বেডরুমের কাঠের রঙেরই। নান্দনিকতার ছোঁয়া রয়েছে গোটা প্রাসাদে। 





Read More