একমাস আগেই সাতপাকে বাঁধা পড়েছেন কঙ্গনার ভাই অক্ষিত রানাউত। আর তাই এবার ক্রিসমাসে কঙ্গনার (Kangana Ranaut) সঙ্গী শুধু রঙ্গোলি চান্দেল নয়, ভাতৃবধূ
24 December রাতেই রঙ্গোলি, রীতুর সঙ্গে মিলে জমিয়ে ক্রিসমাস (Christmas সেলিব্রেট করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ।
তবে কেক নয়, কঙ্গনার (Kangana Ranaut) ক্রিসমাস সেলিব্রেশনে ছিল বাড়িতে বানানো গাজরের হালুয়া।
দিদি রঙ্গোলি ও রীতুর সঙ্গে সেলিব্রেশনের ছবি টুইট করে অনুরাগীদের ক্রিসমাস (Christmas)-এর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী (Kangana Ranaut)।
Merry Christmas to only those who respect and accept all Indian festivals. Merry Christmas to only those who don’t do selective activism only around Hindu festivals pic.twitter.com/GoTT5iLlIH
— Kangana Ranaut (@KanganaTeam) December 25, 2020
টুইটে কঙ্গনা লিখেছেন, ''যাঁরা সমস্ত সমস্ত ভারতীয় উৎসবকে সেলিব্রেট করেন এবং সম্মান করেন, তাঁদেরকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা। যাঁরা শুধুমাত্র হিন্দুদের উৎসব ঘিরে সক্রিয়তা দেখান না, তাঁদের ক্রিসমাসের শুভেচ্ছা।''
Yesterday my Bhabi came to my house for the first time and Rangoli made delicious gajar ka halwa for us, some pictures from last night dinner pic.twitter.com/X1ookz3NrD
— Kangana Ranaut (@KanganaTeam) December 25, 2020
আরও একটু টুইটে কঙ্গনা লিখেছেন, ''গতকাল প্রথমবারের জন্য বৌদি আমার বাড়িতে এসেছিলেন। আর রঙ্গোলি গাজরের হালুয়া বানিয়েছিল। এটি গতকাল (২৪ ডিসেম্বর) রাতে ডিনারের ছবি।''
কঙ্গনা, রঙ্গোলি ও রীতুদের ক্রিসমাসের সেলিব্রেশনে সঙ্গী ছিল ছোট্ট পৃথ্বী (দিদি রঙ্গোলি চান্দেলের ছেলে)।
'ক্রিসমাস ট্রি' আর লাইট দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল অভিনেত্রীর মানালির বাড়ি।