PHOTOS

Kantara actor death: মর্মান্তিক! আড্ডা-হাসির মাঝেই সব শেষ, মৃত্যুর কোলে ঢলে পড়লেন কান্তারা খ্যাত অভিনেতা...

Rakesh Poojary death: মর্মান্তিক! মাত্র ৩৩ বছরেই সব শেষ।  জানা যায় যে রাকেশ মিয়ারে তাঁর বন্ধুর বাড়িতে ছিলেন, সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাত্‍ পড়ে যান। বড্ড তাড়াতাড়ি চলে গেলে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কান্তারার পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। 

Advertisement
1/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার মধ্যরাতে প্রয়াত হন কন্নড় ও তুলু অভিনেতা রাকেশ পূজারী, যিনি কমেডি খিলাদিগালু ৩-এর বিজয়ী হিসেবেও জনপ্রিয় ছিলেন। 

2/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

মাত্র ৩৩ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু ঘটে এই অভিনেতার। 

3/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন রাকেশ পূজারী, এমনটাই খবর।  

4/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

জানা যায় উদুপি জেলায় একটি মেহেন্দি অনুষ্ঠানের সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

5/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

অভিনেতা মেহেন্দি অনুষ্ঠানের একটি ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারও করেছিলেন। পাশাপাশি এদিন তিনি তাঁর বোনকে জন্মদিনের শুভেচ্ছাও জানান একটি অন্য স্টোরিতে।  

6/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

জানা যায় যে রাকেশ মিয়ারে তাঁর বন্ধুর বাড়িতে ছিলেন, সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাত্‍ পড়ে যান। 

7/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 

8/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

মৃত্যুর কারণ হৃদরোগ বলেই জানা যায়। হাসি মজায় খোশমেজাজেই ছিলেন অভিনেতা। 

9/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

কারকালা টাউন থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

10/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

মেহেন্দি অনুষ্ঠানে যাওয়ার আগে ১১ মে ছবিটির শুটিংও করেছিলেন। ছবিতে তাঁর অংশের শুটিং সম্পূর্ণ হয়ে গেছে। 

11/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

রাকেশের মৃত্যুতে শোকাহত বিনোদন জগত। কান্তারার পরিচালক ঋষভ শেট্টি লিখেছেন, "তুমি কেবল আমাদের জীবনের অংশ ছিলে না, বরং আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিলে। তোমার হাসি, কথা এবং উপস্থিতি সবসময় তোমার চারপাশের লোকদের আনন্দ দিত'। 

12/12
রাকেশ পূজারী
রাকেশ পূজারী

'যদিও তুমি আর শারীরিকভাবে আমাদের সাথে নেই, তোমার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। আমরা তোমাকে খুব মিস করব। তোমার আত্মা শান্তিতে থাকুক।" লিখেছেন ঋষভ শেট্টি। 





Read More