Karan-Drisha Wedding: রবিবার সাত পাকে বাঁধা পড়লেন ধর্মেন্দ্র নাতি, সানি দেওলের পুত্র করণ দেওল। পাঞ্জাবী মতে সকালেই হল বিয়ে। বিয়েতে হাজির ধর্মেন্দ্র, সানি, ববি দেওল, অভয় দেওল। কনেপক্ষ থেকে হাজির বাঙালি পরিচালক অনীক দত্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রবিবার সাত পাকে বাঁধা পড়লেন ধর্মেন্দ্রর নাতি তথা সানি দেওলের পুত্র করণ দেওল ও বিমল রায়ের প্রপৌত্রী দ্রিশা আচার্য, ষিনি সম্পর্কে বাঙালি পরিচালক অনীক দত্তের ভাগ্নী।
চারদিন ব্যাপী বিয়েতে সপরিবারে হাজির ছিলেন অনীকও। শনিবার আইবুড়োভাত ও হলদির অনুষ্ঠানে মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন পরিচালক।
বিয়েতে করণ পরেছিলেন সাদা শেরওয়ানি ও দ্রিশা পরেছিলেন লাল লেহেঙ্গা।
মুম্বইয়ের এক অভিজাত হোটেলে বসেছিল বিয়ের আসর। এদিন ঘোড়ায় চেপে বিয়ে করতে আসেন করণ।
বিয়ের ছবি পোস্ট করে করণ লেখেন, ‘তুমি আমার আজ ও তুমিই আমার আগামী। আমাদের জীবনের সুন্দর জার্নি আজ থেকে শুরু। সবার আশীর্বাদ ও শুভেচ্ছা পেয়ে আমরা আনন্দিত।’
ছেলের বিয়েতে এদিন বরযাত্রীদের সঙ্গে নাচতে দেখা গেল সানি দেওলকে।
তবে বরযাত্রীদের মধ্যে যাঁর নাচ নজর কাড়ল তিনি হলেন ধর্মেন্দ্র।
ভাইপোর বিয়েতে হাজির ছিলেন ববি দেওলও। পরনে সাদা শেরওয়ানি ও মাথায় লাল পাগড়ি।
অন্যান্য সব বরযাত্রীদের মতোই সাদা শেরওয়ানিতে সেজে ছিলেন অভয় দেওলও।