Alia Bhatt | Kareena Kapoor Khan: ‘উড়তা পঞ্জাব’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল আলিয়া ভাট ও করিনা কাপুর খানকে। তবে সেই ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি তাঁরা। এরপর কেটে গেছে বেশ কিছু সময়, এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা যায়নি কোনও ছবিতে। এবার আলিয়া ও করিনার একসঙ্গে একটি ছবি পোস্ট দেখে জল্পনা তুঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার একসঙ্গে শ্যুটিং করতে দেখা যায় করিনা কাপুর খান ও আলিয়া ভাটকে।
সেই ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘এর চেয়ে ভালো কিছু হতে পারে না। কেউ আমাদের একসঙ্গে একটা ছবিতে কাস্ট করতে পারবেন? তাহলে আমরা সেটে আমাদের বেশিরভাগ সময় একসঙ্গে কাটাতে পারব।’
বোঝাই যাচ্ছে, অন্য কোনও ব্র্যান্ডের ফটোশ্যুট করছেন তাঁরা।
একসঙ্গে তাঁদের ছবি দেখে আপ্লুত অনুরাগীরা। অনেকেই লিখেছেন তাঁরা একসঙ্গে দেখতে চান এই দুই তারকাকে।
কমেন্ট বক্সে অর্জুন কাপুর লিখেছেন, ‘পু স্কোয়ার’। এছাড়াও আরও অনেকেই কমেন্ট করেছেন সেই পোস্টে তবে যার কমেন্টে সবার চোখ আটকে যায়, তা হল করণ জোহরের কমেন্ট।
করণ জোহর লিখেছেন, ‘আমরা এই কাস্ট নিয়ে একটি ছবি বানাতে চাই।’ সেখান থেকেই শুরু হয়েছে জল্পনা।
সম্পর্কে ননদ বৌদি করিনা আলিয়াকে এর আগে একসঙ্গে দেখা গেছে ‘উড়তা পঞ্জাব’ ছবিতে। তবে একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাঁদের।
তাহলে কি করণের আগামী ছবিতে একসঙ্গে দেখা যাবে আলিয়া ও করিনাকে, তা নিয়েই জল্পনা তুঙ্গে।