নিজস্ব প্রতিবেদন: বিগ বস সিজন ১৫-এর সবচেয়ে চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।
বিগবসের ঘর থেকে বেরিয়েও তাঁদের সম্পর্ক অটুট। তাঁদের রসায়ন পছন্দ করেন দর্শকও।
সম্প্রতি বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে হাজির হয়েছিলেন করণ কুন্দ্রা।
সেখানেই পুরো পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি হন করণ। যদিও তাঁর সঙ্গে বাড়ির বাইরে আসেননি তেজস্বী।
পাপারাৎজিরা তাঁকে দেখেই মিষ্টি খাওয়ানোর দাবি করেন কারণ করণের মাথার তিলক দেখেই তাঁরা অনুমান করেন যে, রোকা অর্থাৎ আশীর্বাদের নিয়ম পালন করতেই এদিন করণ যান তেজস্বীর বাড়ি।
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে করণ ও তেজস্বীর বিয়ের প্রস্তুতি। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে।