PHOTOS

Karan Kundrra-Tejasswi Prakash: বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে করণ, আশীর্বাদ পর্ব সারলেন তেজরন!

Advertisement
1/6
জনপ্রিয় জুটি
জনপ্রিয় জুটি

নিজস্ব প্রতিবেদন: বিগ বস সিজন ১৫-এর সবচেয়ে চর্চিত জুটি করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ। 

 

2/6
তেজরণের রসায়ন
তেজরণের রসায়ন

বিগবসের ঘর থেকে বেরিয়েও তাঁদের সম্পর্ক অটুট। তাঁদের রসায়ন পছন্দ করেন দর্শকও। 

 

3/6
তেজস্বীর বাড়িতে...
তেজস্বীর বাড়িতে...

সম্প্রতি বাবা-মাকে সঙ্গে নিয়ে তেজস্বীর বাড়িতে হাজির হয়েছিলেন করণ কুন্দ্রা।

 

4/6
পরিবারের সঙ্গে
পরিবারের সঙ্গে

সেখানেই পুরো পরিবারের সঙ্গে ফ্রেমবন্দি হন করণ। যদিও তাঁর সঙ্গে বাড়ির বাইরে আসেননি তেজস্বী। 

 

5/6
আশীর্বাদের অনুষ্ঠান
আশীর্বাদের অনুষ্ঠান

পাপারাৎজিরা তাঁকে দেখেই মিষ্টি খাওয়ানোর দাবি করেন কারণ করণের মাথার তিলক দেখেই তাঁরা অনুমান করেন যে, রোকা অর্থাৎ আশীর্বাদের নিয়ম পালন করতেই এদিন করণ যান তেজস্বীর বাড়ি।

 

6/6
বিয়ের প্রস্তুতি!
বিয়ের প্রস্তুতি!

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই শুরু হয়েছে করণ ও তেজস্বীর বিয়ের প্রস্তুতি। খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে। 





Read More