PHOTOS

Kareena: জন্মদিনের আগে মালদ্বীপে নানা 'মুড'-এ নায়িকা, ভাইরাল সমুদ্র সৈকতে মিষ্টি Jeh-র ছবি

Advertisement
1/6
মিষ্টি জেহ
মিষ্টি জেহ

নিজস্ব প্রতিবেদন: জন্মদিনের আগেই সপরিবারে মালদ্বীপে হাজির করিনা কাপুর খান। সোমবার সোশ্যাল মিডিয়ায় ছোট ছেলে জেহর একটি ছবি পোস্ট করেন অভিনেতা। শুয়ে অবাক চোখে তাকিয়ে ছোট্ট জেহ। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় জেহর এই মিষ্টি ছবি। 

2/6
মাঝ সমুদ্রে
মাঝ সমুদ্রে

তবে শুধু জেহ নয়, ইনস্টাগ্রামে সইফ ও তৈমুরের একটি ছবিও পোস্ট করেছেন করিনা। ক্যাপশনে লিখেছেন, কোন এক সময়ে কোনও এক দ্বীপে। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্রের মাঝে একটি বোটে সইফ ও তৈমুর। 

3/6
ভাইরাল জেহ
ভাইরাল জেহ

করিনার ওয়াল জুড়ে জায়গা করে নিয়েছে জেহের ছবি। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কাছে বায়না জুড়েছে একরত্তি। জেহর কান্নার ছবিতে মন খারাপ হয়েছে নেটিজেনদেরও। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় জেহর এই মিষ্টি ছবি। 

4/6
সাদা কালো মুডে
সাদা কালো মুডে

সমুদ্র সৈকতে বেশ ভালো সময় কাটাচ্ছেন করিনা নিজেও। নিজের বিভিন্ন মুডের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়। 

5/6
সেলফি মোডে
সেলফি মোডে

মঙ্গলবার মালদ্বীপেই পরিবারের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করবেন নায়িকা। তার আগে সমুদ্রে সৈকতে নানা মুডে নিজেকে ফ্রেমবন্দি করছেন নিজেই।

6/6
লাঞ্চ টাইম
লাঞ্চ টাইম

হলুদ রঙের একটি বিচ ড্রেসে নজর কেড়েছেন করিনা। সেই ছবি শেয়ার করে করিনা লিখেছেন লাঞ্চের পরের নজর। 





Read More