PHOTOS

Karisma Kapoor's Net Worth: খোরপোশের দরকার নেই! নিজের দমেই আকাশছোঁয়া সম্পত্তির মালিক করিশ্মা...

Karisma Kapoor's Source of Income: বিয়ের পর সিনেমা থেকে দূরে চলে যান করিশ্মা, এই সিনেমার জন্যই একদিন ছেড়েছিলেন কাপুরদের রাজকীয় প্রাসাদ। সেই বিয়েও ভাঙে, তবে খোরপোশে নেননি একটাকাও। মুম্বই ফিরে নিজের পায়ে দাঁড়িয়ে ধীরে ধীরে গড়ে তুলেছেন রাজপাট। বুধবার ৫১-এ পা দিলেন করিশ্মা কাপুর। ১০০ কোটির বেশি সম্পত্তির মালিক করিনার দিদি। 

Advertisement
1/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার ৫১-এ পা দিলেন করিশ্মা কাপুর। কিছুদিন আগেই প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রয়াত হয়েছেন। একসময় একে অপরের বিরুদ্ধে কথা বললেও সঞ্জয়ের শেষকৃত্যে ছেলে-মেয়েকে নিয়ে হাজির ছিলেন করিশ্মা কাপুর। 

2/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

সঞ্জয়ের ১০হাজার কোটির সম্পত্তি ও ৪০ হাজার কোটির কোম্পানির মালিক কে হবে, তা নিয়ে কাটাছেঁড়াও কম হয়নি। এমনকী একদল নেটিজেন করিশ্মাকে 'লোভী' বলে কটাক্ষ করতেও ছাড়েননি। তবে সঞ্জয়ের সম্পত্তিতে যে তাঁর বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, তা তিনি বারবারই বুঝিয়ে দিয়েছেন। 

3/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

করিশ্মাকে গোল্ড ডিগার বলেছিলেন তাঁর প্রাক্তন স্বামী সঞ্জয়। কিন্তু বিচ্ছেদের সময়ে একটাকাও খোরপোশ নেননি করিশ্মা। এমনকী ছোটবেলাতেও কাপুরদের রাজকীয়তা থেকে দূরেই ছিল করিশ্মার জীবন। 

4/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

কাপুর পরিবারের মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। করিশ্মাই কাপুর পরিবারের প্রথম কন্যা সন্তান যিনি সিনেমায় অভিনয় করেন। সেই কারণে করিশ্মা ও করিনাকে নিয়ে কাপুর পরিবারের বাইরেই থাকতেন করিশ্মা-করিনার মা ববিতা। কাপুর পরিবারের সেই রাজকীয়তা থেকে বেরিয়ে নিজের পায়ে কেরিয়ার গড়েছেন করিশ্মা। 

5/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

আন্দাজ আপনা আপনা থেকে হিরো নম্বর ওয়ান, রাজা হিন্দুস্তানি- ৯০এর বলিউডি সিনেমায় করিশ্মা রাজত্ব ছিল চোখে পড়ার মতো। রোমান্টিক কমেডির সমার্থক হয়ে উঠেছিলেন করিশ্মা। তবে একটা সময় পর বিয়ে করে সিনেমা থেকে সরে দিল্লিতে থাকতে শুরু করেন অভিনেত্রী। 

6/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

বিয়ের ১১ বছর পর সেই বিয়ে ভেঙে মুম্বইয়ে ফিরে আসেন করিশ্মা। ততদিনে সিনেমা থেকে অনেক দূরে করিশ্মা। মুম্বই ফিরে আবারও নতুন করে শুরু করে অভিনেত্রী। তবে অভিনয়ে নয়, তিনি ইনভেস্ট করেন বেশ কয়েকটি ব্যবসায়। 

7/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

বর্তমানে আবারও অভিনয়ে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন করিশ্মা। অভিনয়ের পাশাপাশি করিশ্মার আয়ের বড় উত্‍স ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট। একাধিক ব্র্যান্ডের মুখ করিশ্মা। 

8/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

ব্যবসাতেও বড় অঙ্কের বিনিয়োগ করেছেন করিশ্মা। মেটারনিটি ও বেবি প্রোডাক্ট কোম্পানিতে ২৬ শতাংশের মালিকানা রয়েছে করিশ্মার। 

9/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

রিয়েল এস্টেটেও বিনিয়োগ করেছেন করিশ্মা। বান্দ্রায় তাঁর কেনা দুটি প্রপার্টি, যেগুলো কমারশিয়াল স্পেস তিনি ভাড়া দিয়েছেন দুই কোম্পানিকে। যার মধ্যে একটি জায়গারই মাসিক ভাড়া ৬ লক্ষ টাকা। একটি বইও লিখেছেন করিশ্মা। 

10/10
করিশ্মার সম্পত্তি
করিশ্মার সম্পত্তি

গাড়ির শখ রয়েছে নায়িকার। তাঁর গ্যারেজে রয়েছে মার্সিডিজ-বেঞ্জ এস-ক্লাস (Mercedes-Benz S-Class) দাম  ₹১.৮০ কোটি, লেক্সাস এলএক্স৪৭০ (Lexus LX470)দাম ₹২.৮২ কোটি, মার্সিডিজ-বেঞ্জ ই-ক্লাস (Mercedes-Benz E-Class) দাম ₹৮৮ লাখ, বিএমডব্লিউ ৭ সিরিজ (BMW 7 Series) দাম ₹১.৮৪ কোটি এবং অডি কিউ৭ (Audi Q7) দাম ₹৯৪.৪৫ লাখ। সবমিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ১২০ কোটি টাকা। 





Read More