Kasba Law College Gang Rape Case Victim Medical Report: শরীরের বিভিন্ন অংশ থেকে বায়োকেমিক্যাল টেস্টের জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্টে উল্লেখ....
অয়ন শর্মা: কসবার সাউথ ক্যালকাটা ল' কলেজের নির্যাতিতার দ্বিতীয় মেডিকোলজিক্যাল পরীক্ষার রিপোর্টও ভয়ংকর।
বিতর্ক এড়াতে এবার কলকাতা মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দিয়ে মেডিকোলজিজ্যাল টেস্ট করা হয়।
শরীরের বিভিন্ন অংশ থেকে বায়োকেমিক্যাল টেস্টের জন্য ফের নমুনা সংগ্রহ করা হয়। নির্যাতিতার নখ এবং মাথার বিভিন্ন জায়গারও পরীক্ষা করা হয়।
দ্বিতীয় মেডিকোলজিক্যাল পরীক্ষাতেও যৌনাঙ্গের ভিতরের অংশে ক্ষত পাওয়া গিয়েছে। বুক ও ঘাড়ের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
সর্বোপরি যৌন নির্যাতনের যথেষ্ট প্রমাণ মিলেছে নির্যাতিতার শরীর থেকে। এমনটাই খবর কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে।
এর পাশাপাশি, হকি স্টিক, পোশাক সহ বিভিন্ন বাজেয়াপ্ত জিনিস এদিন পাঠানো হলো ফরেনসিক পরীক্ষার জন্য।
ওদিকে পুলিসের জেরায় মনোজিতের ২ শাগরেদ প্রমিত ও জায়েব বিস্ফোরক স্বীকারোক্তি দিয়েছে।
স্বীকারোক্তিতে তারা জানিয়েছে, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন। ঘটনার দিন দুয়েক আগেই পরিকল্পনা করে মনোজিৎ।
ওই ছাত্রীর সঙ্গে যে সে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, সেকথা দুদিন আগে নিজের দুই শাগরেদকে জানায় মনোজিৎ।
ছাত্রী রাজি না হলে যে সে জোর করেই তা করবে, সেটাও প্ল্যান করে রেখেছিল মনোজিৎ। ইতিমধ্যে তার বিভিন্ন বিকৃত কামের উদাহরণও সামনে এসেছে।