PHOTOS

Sarthak Banerjee on Manojit Mishra: গণধ*র্ষ*ণের পর 'আড়ালের চেষ্টা'! মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায় ঠিক এটাই...

Kasba College Gang Rape Case: মোবাইল টাওয়ার লোকেশনের সূত্র ধরে তদন্তে উঠে এসেছে, গ্রেফতারির ঠিক ১ ঘণ্টা আগে একইসময়ে বালিগঞ্জে যান মনোজিৎ ও জইব! প্রশ্ন উঠছে, কোনও 'প্রভাবশালী'র সঙ্গে দেখা করতেই কি যান মনোজিৎ-জইব?

Advertisement
1/8
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...

বিক্রম দাস: মনোজিৎ প্রশ্নে বার বারই উঠে এসেছে তাঁর নাম। কিন্তু সেই মনোজিৎ প্রসঙ্গেই প্রশ্নের উত্তর এড়ালেন দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্য়ায়। 

2/8
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...

২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে পুলিসের সঙ্গে বৈঠক ছিল তৃণমূলের। সেখানেই সার্থক বন্দ্যোপাধ্য়ায়কে প্রশ্ন করা হয়ে, কসবা কলেজে গণধর্ষণকাণ্ডে আপনি কী বলবেন? মনোজিৎ প্রসঙ্গে আপনি কী বলবেন? আপনি মনোজিৎকে চেনেন কিনা? কী বলবেন মনোজিৎকে নিয়ে?

3/8
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...

সাংবাদিকদের কোনও প্রশ্নেরই কোনও উত্তর দেননি সার্থক বন্দ্যোপাধ্য়ায়। চুপ থাকেননি তিন। প্রসঙ্গত, বিজেপির অভিযোগ, মনোজিতের মতো 'রাক্ষস' তৈরির পিছনে সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদেরই মদত রয়েছে। 

4/8
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...

সার্থক বন্দ্যোপাধ্যায়ের মতো লোকেদের হাত 'মাথার উপর' থাকার কারণেই 'ম্যাংগো'দের কলেজে এত প্রভাব প্রতিপত্তি বলে দাবি বিজেপির। 

5/8
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...
মনোজিৎ প্রশ্নে সার্থক বন্দ্যোপাধ্য়ায়...

অভিযোগ, কসবার কলেজে তরুণীকে গণধর্ষণের পর মনোজিৎ মিশ্রকে 'আড়াল' করারও চেষ্টা করেছিলেন এই সার্থক বন্দ্যোপাধ্য়ায়।

6/8
সার্থক বন্দ্যোপাধ্য়ায় কে
সার্থক বন্দ্যোপাধ্য়ায় কে

প্রসঙ্গত, দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় আশুতোষ কলেজের হেডক্লার্ক।

7/8
সার্থক বন্দ্যোপাধ্য়ায় কে
সার্থক বন্দ্যোপাধ্য়ায় কে

'হেড ক্লার্ক' সার্থক বন্দ্যোপাধ্য়ায় 'প্রভাবশালী' যে, তিনি ক্যাম্পাসের মধ্যেই তৃণমূল ছাত্র পরিষদের মিটিং করেন।

8/8
সার্থক বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি
সার্থক বন্দ্যোপাধ্য়ায়ের সম্পত্তি

কলেজের বেতনভুক্ত কর্মচারী হয়েও  ৭ ফ্ল্যাট সহ ১৩ সম্পত্তি তিনি ও তাঁর পরিবারের! সার্থক বন্দ্যোপাধ্য়ায়ের এই বিশাল সম্পত্তির উৎস কী? সেই প্রশ্নও তুলেছে বিজেপি।





Read More