PHOTOS

Kasba Law College Incident: নাম 'ম্যাংগো', ধ*র্ষ*ক মনোজিৎই 'ইজ় ইন আওয়ার হার্ট'! ১০ বছর ধরে কলেজে শুধুই...

Kasba Law College Gang Rape Incident: ২০১২-তে কলেজে ভর্তি হন মনোজিৎ। ২০২২ পর্যন্ত ১০ বছর কলেজ!

Advertisement
1/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

মৌমিতা চক্রবর্তী: সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণের মূল অভিযুক্ত মনোজিত মিশ্র। সেই মনোজিৎ পরিচিত 'ম্যাংগো' নামে! তৃণমূলে বিভিন্ন নেতাদের সঙ্গে তাঁর ছবি। 

 

2/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

এমনকি সাউথ ক্যালকাটা ল' কলেজের দেওয়ালেও লেখা রয়েছে "মনোজিৎদা ইস ইন আওয়ার হার্ট"। কিন্তু কে এই মনোজিৎ মিশ্র? কলেজে তাঁর এত দাপট কীভাবে? 

 

3/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

জানা যাচ্ছে, মনোজিৎ মিশ্রের বাড়ি কালীঘাটে। ২০২২ সালে সাউথ ক্যালকাটা ল' কলেজ থেকে পাশ করেন। ২০২১ - ২২ সালে তৃণমূল ছাত্র পরিষদের দক্ষিণ কলকাতার জেনালের সেক্রেটারি ছিলেন। 

 

4/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

এছাড়া তৃণমূল ছাত্র পরিষদে দক্ষিণ কলকাতার ইউনিট প্রেসিডেন্টও ছিলেন মনোজিৎ মিশ্র।  কলেজে কোনও সক্রিয় পদে না থাকলেও, কর্মী হিসেবে পাস করার পরেও তাঁর প্রভাব ছিল ব্যাপক। 

 

5/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

আলিপুর ল' কলেজে তারপর প্র্যাকটিস করতেন। জানা যাচ্ছে, কলেজে থাকাকালীন দাপুটে ছিলেন মনোজিৎ। এমনকি মারধর ও কিডন্যাপের ঘটনাতে নামও জড়িয়েছে বেশ কয়েকবার। পুরনো ক্যাম্পাসে সিসিটিভি ভাঙার অভিযোগও রয়েছে ধৃতের বিরুদ্ধে।

 

6/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

২০১২-তে কলেজে ভর্তি হন মনোজিৎ। ২০২২ পর্যন্ত ১০ বছর কলেজ! ২০১৭-১৮ শিক্ষাবর্ষে রিঅ্যাডমিশন! বার বার কেন কার প্রভাবে রিঅ্যাডমিশন করাচ্ছিলেন মনোজিৎ? অভিযোগ, ১০ বছর ধরে কলেজে নিজের মৌরসিপাট্টা গড়ে তুলেছিলেন মনোজিৎ।     

7/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

নিয়ম অনুযায়ী, ৭ বছরের মধ্যে কোর্স শেষ করতে না পারলে তিনি  'ইনএলিজেবেল' বা অযোগ্য হয়ে যাবেন। সেক্ষেত্রে তাঁকে ফের পরীক্ষা দিয়ে তবেই ফের ভর্তি হতে হবে। কিন্তু সূত্রের খবর, ২০১৭-১৮ তে পরীক্ষা ছাড়াই রিঅ্যাডমিশন হয় ম্যাংগো ওরফে মনোজিতের! 

 

8/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

বলতে গেলে, 'ম্যাংগো'-র নামেই চলতো গোটা কলেজ। এমনকি কলেজের পুরনো থেকে বর্তমান, সব সিকিওরিটি গার্ডদের-ই সবার এক অভিযোগ, ম্যাংগোর দাদাগিরি। 

9/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

ম্যাংগো মনোজিতের দাপট কীভাবে চলত কলেজে? সেই আভাস প্রতি মুহূর্তে পেতেন গেটে প্রহরারত নিরাপত্তা কর্মীরা। ভারতীয় সেনার এক প্রাক্তন কর্তা অবসরের পর একটি সিকিউরিটি এজেন্সি চালান। নাম সানফ্লাওয়ার। 

 

10/10
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!
ধ*র্ষ*ক মনোজিৎই 'ম্য়াংগো'!

সেই এজেন্সি-ই গত ২ বছর ধরে এই কলেজে নিরাপত্তা রক্ষী জোগান দিয়ে থাকে। সকাল ৬টা থেকে সন্ধে ৬টা একজন। সন্ধে ৬টা থেকে আবার পরদিন সকাল ৬টা পর্যন্ত আরেকজন। সবাই বলছেন একই কথা।





Read More