PHOTOS

Kasba Law College Incident: 'পালিয়েও বাঁচিনি...ঠাসিয়ে চড়, ধারালো অস্ত্রের মার, ছিঁড়ে দেয় জামাও!' মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ...

Kasba Law College Gang Rape Case: ২০২১ সালে কসবা ল'কলেদের তৃণমূল ইউনিট থেকে সরে যায় সে। তা সত্ত্বেও দাপট কমেনি ম্যাঙ্গোর। এদিকে নিজেরই কলেজের এক সিনিয়রের ভয়ঙ্কর চেহারা দেখে দিশেহারা হয়ে পড়েন ওই ছাত্রী! 

Advertisement
1/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

রণয় তেওয়ারি: সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে কষিয়ে চড় মেরেছিল মনোজিৎ ও তাঁর গ্যাং। এমনকি মেয়েটির জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়ে, কলেজের বাকি ছাত্রদের ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়েছিল বলেও অভিযোগ।  

2/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

কসবা থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৪১ (জোড় করে আটকে রাখা), ৩২৪ (মারাত্মক অস্ত্র দিয়ে মারধর করা), ৫০৬ (হুমকি), ৫০৯ (মহিলাদের প্রতি অশালীন মন্তব্য), ৩৫৪ (শ্লীলতাহানি) এবং ৩৪ (সাধারণ উদ্দেশ্য বাস্তবয়নে একাধিক ব্যাক্তির দ্বারা করা কাজ)- সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছিল মনোজিৎ ও তাঁর গ্যাং এর বিরুদ্ধে।

3/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

কিন্তু কেনো মনোজিৎ ও তাঁর গ্যাং ছাত্র - ছাত্রীদের মারধর করল..? সাউথ ক্যালকাটা ল কলেজের চতুর্থ বর্ষের এক ছাত্র ZEE ২৪ ঘণ্টাকে জানায়, মনোজিৎ ও তাঁর গ্যাং, প্রাক্তন হওয়া সত্ত্বেও কলেজ চত্বর দাপিয়ে বেড়াত। বিশেষ করে, মহিলাদের কুনজরে দেখত। যে ছাত্ররা ওই গ্যাং-এর নির্দেশ মানত না, তাঁদের কপালে জুটতো মার এবং অশ্রব্য গালিগালাজ।  

4/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

আর দিনের পর দিন এই ধরণের অসামাজিক কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ান সাউথ ক্যালকাটা ল কলেজেরই কয়েকজন ছাত্র - ছাত্রী।কলেজের ভাইস প্রিন্সিপালকেও বিষয়েটি জানান তাঁরা। কিন্তু, এতে কোনও সুরাহা হওয়া তো দূর, উল্টে তাঁদের ওপর আরও আক্রমণ নেমে আসে। ছাত্র ছাত্রীরা, এর জেরে স্থানীয় থানায় একটি জিডিও করেন। আর এই খবর পৌঁছে যায় মনোজিৎ ও তাঁর গ্যাং এর বিরুদ্ধে।

5/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

মনোজিৎ ও তাঁর গ্যাং, ছাত্র ছাত্রীদের খুঁজতে শুরু করে। বেশ কয়েকবার পালতে সক্ষমও হন তাঁরা। কিন্তু ২০২৩ সালের ১ ডিসেম্বর মনোজিৎ দের খপ্পরে পরে যান তাঁরা। বেধড়ক ভাবে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি এক ছাত্রীকে ঠাসিয়ে চড় মারা হয় বলেও অভিযোগ। তাঁর জামা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়, এমনটাও অভিযোগ।  

6/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

ছাত্রদের ধারালো অস্ত্র দিয়ে মারধর পর্যন্ত করা হয়। কসবা থানায় এই বিষয়ে অভিযোগও দায়ের হয়। ২০২৩ সালের ২ ডিসেম্বর কসবা থানায় FIR লজ হয়। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয় মনোজিৎ ও তাঁর গ্যাং এর বিরুদ্ধে।

7/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

এমনকী আরও এক কুকীর্তি সামনে এলো মনোজিৎ মিশ্রর। T-Shirt বানিয়ে দেওয়ার নামে ৬০০ টাকা করে ছাত্র ছাত্রীদের কাছ থেকে নিয়েছিলেন মনোজিৎ মিশ্র। প্রায় ৫০০ থেকে ৬০০ জন ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু ছাত্র ছাত্রীরা টাকা দেওয়ার পরেও, সেই T-Shirt মেলেনি বলেই অভিযোগ।  

8/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

এই নিয়ে, সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্র-ছাত্রীরা প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগও দায়ের করেন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। কিসের জন্য এই T-Shirt..? ২০১৭ সালের ঘটনা। মনোজিৎ মিশ্র কলেজের ছাত্র ছাত্রীদের বলে, প্রত্যেককেই একটা করে T-Shirt কিনতে হবে তাঁর কাছ থেকে। টি -শার্টের রঙ হবে নীল সাদা। এই টি-শার্ট, কলেজের প্রোগ্রামে সবাইকে পড়তে হবে। টি-শার্টের জন্য ৬০০ টাকা করে দিতে হবে।

 

9/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

এদিকে অবশ্য, প্রায় ৫০০ থেকে ৬০০ জন ছাত্র-ছাত্রী, টি-শার্টের জন্যে ৬০০ টাকা করে দিলেও, সেই টি-শার্টও মেলেনি এমনকি টাকাও ফেরত পাননি বলে অভিযোগ। 

10/10
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের
ছত্রীকে চড়, টি-শার্টের নামে টাকা তোলা, নানা কুকীর্তি মনোজিতের

২০১৮ সালের এপ্রিল মাসে, সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রছাত্রীরা, প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। অভিযোগে তাঁরা জানান, ২০১৭ সালের ডিসেম্বরে টিশার্ট দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিল মনোজিৎ মিশ্র। কিন্তু সময় সীমা পেরিয়ে গেলেও মেলেনি টিশার্ট। তাই তাঁরা, তাঁদের টাকা ফেরত চান।





Read More