PHOTOS

Kasba Law College Incident: 'শা*রী*রি*ক স*ম্প*র্ক করতে চায়, সবটা আগেই প্ল্যান করেছিল', মনোজিতের কাণ্ডকারখানা ফাঁস করল...

Kasba Law College Gang Rape Case: মনোজিৎ এর আগেও বহু ছাত্রীকে হেনস্থা করেছে। সেই হেনস্থার ভিডিয়োও সে নিজের মোবাইলে তুলে রেখে পরবর্তীতে নিজেও দেখত ও শাগররেদদেরও দেখাত। এমন অভিযোগ আগেই উঠেছে। এবার প্রকাশ্যে এল চাঞ্চল্যকর বয়ান। 

Advertisement
1/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

পিয়ালি মিত্র: পুলিসের জেরায় প্রমিত ও জঈবের বিস্ফোরক দাবি, পরিকল্পনা করেই ছাত্রীর উপর যৌন নির্যাতন করা হয়। ঘটনার দিন দুয়েক আগে পরিকল্পনা করে মনোজিৎ। 

 

 

2/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, সে কথা দুদিন আগে নিজের দুই শাগরেদকে জানায় মনোজিৎ। 

3/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

সেই পরিকল্পনা অনুযায়ী মনোজিৎ ওই দুজনকে নির্দেশ দেয়, ওই ছাত্রী ফর্ম ফিলাপ করতে এলে তাঁকে কাজের অজুহাত দিয়ে আটকে রাখতে। 

 

4/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

জেরায় প্রমিতের দাবি, মনজিৎ -র কথা মতো সে ওই ছাত্রীকে ইউনিয়ন রুমের বাইরে নিয়ে যায়। সে সময় রুমে থেকে ভিতরে বসে থেকে মনোজিৎ ও জায়েব। 

5/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

“দাদার” কথা শুনে চললে রাজনৈতিক পদ পাবে সেই বিষয়ে ছাত্রীকে বোঝায় প্রমিত। তারপর দুজন ফিরে আসে ইউনিয়ন রুমে। 

 

6/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

প্রমিতের দাবি, মনোজিৎ-এর নির্দেশ মতো তারা দুজনের ইউনিয়ন রুমের বাইরে গিয়ে দরজা বন্ধ করে দেয় এবং পরে তার কথা মতোই গেট থেকে ধরে গার্ড রুমে নিয়ে যায়। 

 

7/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

তদন্তকারীদের দাবি, পদ পাইয়ে দেওয়া, প্রেমের প্রস্তাব থেকে পদের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে মনোজিৎ। 

 

8/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

কিন্তু ছাত্রী তাদের রাজি না হলেও জোর করে যে এই ঘটনা ঘটাবে সে বিষয়ে আগেই স্থির করে রেখেছিল মনোজিৎ। 

9/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

মনোজিতের ঘনিষ্ঠ মহল, বন্ধুবান্ধব, জুনিয়াররা বলছে, মনোজিতের বিকৃত কামের তৃষ্ণা মেটাতে অনেকেই বাধ্য হতো তাদের সহপাঠী ছাত্রীদের শরীরের বিভিন্ন অংশের আপত্তিকর ছবি তুলে সেসব মনোজিৎকে দেখাতে। 

10/10
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি
'সবটা প্ল্যান', প্রমিত ও জইবের বিস্ফোরক দাবি

এমনকি মনোজিৎ নিজেও মহিলাদের নানা অঙ্গের ছবি তুলে মোবাইলে রাখত! ক্লোজড সার্কলে সেইসব আপত্তিকর ছবি-ভিডিয়ো শেয়ার করে মজা নিত।





Read More