Manojit Mishra Kasba Law College: ২৫ জুন ওই ন্যক্কারজনক ঘটনার অভিযোগ ওঠে। অত্যাচারের অভিযোগ আগেই উঠেছিল এবার নির্যাতনের ভয়ংকর ভিডিয়ো সামনে এল মনোজিত্ মিশ্রর। যা দেখলে শিউরে উঠতে হয়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কসবার ল' কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পুলিসি হেফাজতে রয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র। টিএমসিপি নেতা মনোজিতের নানা কীর্তি প্রকাশ্যে এসেছে। প্রভাবশালী মনোজিতের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
এ তথ্যও পরবর্তীকালে পাওয়া গিয়েছে যে অভিযোগকারী একাই নয় আরও অনেকের সঙ্গে একই কাজ করেছে ম্যাঙ্গো। তার বিকৃত লালসার শিকার হয়ে অনেকে ভিডিয়োও তৈরি করেছে। যে অভিযোগ এসেছে সেই একই কীর্তি যে মনোজিত্ আগেও করেছে এবং নিশ্চিন্তে করেছে তার আরও এক নমুনা সামনে এল।
এবার বোঝা গেল কতটা মানসিক বিকারগ্রস্ত ম্যাঙ্গো। জি ২৪ ঘণ্টার হাতে এসেছে এক মারাত্মক ভিডিয়ো যা দেখলে শিউরে উঠতে হয়।
যেখানে কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিতকেই অন্তরঙ্গ মুহুর্তের ভিডিয়ো করতে দেখা যাচ্ছে। কাঁদতে কাঁদতে মেয়েটি বারবার বলছেন, 'তুমি আমার সঙ্গে খুব খারাপ করলে।' কিন্তু মনোজিতের তাতে কোনও হেলদোল নেই।
বিকারগ্রস্ত মনোজিত্ যে কতটা হিংস্র এই ভিডিয়ো প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই সেই নোংরা সত্যি সামনে এসেছে। মনোজিত যে প্রভাবশালী তা আগেই জানা গিয়েছে। দাবি, ২০২২ সালে তাঁকে দল থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠতে ২৫ জুনের অভিযোগের আগেও যে ঘটনাক্রম দেখা যাচ্ছে তা কি জানত না দল? য়দি জানত তাহলে ব্যবস্থা কেন নেওয়া হয়নি?
প্রাক্তন এক পুলিসকর্তার মতে, 'দেখা যাবে এরকম আরও অনেক কুর্কীতি রয়েছে। ক্ষমতায় ছত্রছায়ায় থেকে ভেবেছিল যা ইচ্ছে করতে পারব যেহেতু সে রাজনৈতিক নেতা। কেউ কিছু করতে পারবে না।'
মনোবিদের মতে, 'গত কয়েকবছরে যে বড় ঘটনা সামনে এসেছে সেটা আরজিকর হোক বা মনোজিতের ঘটনা, সবক্ষেত্রেই সমাজবিরোধী ব্যক্তিত্ব আগে থেকেই ছিল। আইনের উচিত ছিল ছোট ছোট ক্রাইমগুলোকে আটকে দেওয়া। তাহলে এতদূর গড়াত না।'
প্রসঙ্গত, আগেই মূল অভিযুক্ত মনোজিতের ফোনে নির্যাতিতার বিবস্ত্র ভিডিয়ো পেয়েছে পুলিস! দেড় মিনিটের সেই ক্লিপ ভয়ংকর। জানা গিয়েছে, মনোজিৎ যখন ওই তরুণীকে ধর্ষণ করছিল, অপরাধ যখন সংঘটিত হচ্ছিল, তখন সেই ভিডিয়ো তুলছিল ২ জন। প্রমিত ও জায়েব।