PHOTOS

Kasba Law College Incident: মনোজিতের দাদাগিরির ভয়ংকর নমুনা! 'ম্যাঙ্গো'কে কি ভয় পেতেন ভাইস প্রিন্সিপালও?

Kasba Law College Gang Rape Case: একদিকে ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ২০২২ সালে পুলিসের কাছে অভিযোগ করছেন মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। আবার সেই ভাইস প্রিন্সিপালই ২০২৪ সালের ১৩ আগস্ট কলেজের ওয়েব সাইডে নোটিস দিয়ে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে জানাচ্ছেন, কলেজ রিলেটেড কোনও কোয়্যারি থাকলে মনোজিৎ মিশ্রর সঙ্গে যোগাযোগ করতে। 

Advertisement
1/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

রণয় তেওয়ারি: ২০১৮ সালের পর ২০২২ সাল, ফের লালবাজারে জয়েন্ট সিপিকে চিঠি ভাইস প্রিন্সিপালের। অভিযোগ, মনোজিৎ গন্ডগোল করতে পারে, পুলিসি নিরাপত্তা চাই। 

2/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

সাউথ ক্যালকাটা ল কলেজের তৎকালীন প্রিন্সিপাল দেবাশীষ চট্টোপাধ্যায়, ২০১৮ সালের ১৩ ডিসেম্বর লালবাজারে জয়েন্ট সিপিকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়ে ছিলেন যে কলেজের সোশ্যাল প্রোগ্রামে মনোজিৎ মিশ্র গন্ডগোল করতে পারে। 

3/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

ঠিক একই রকম ভাবে বর্তমান প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ও ২০২২ সালের ২৩ মার্চ লালবাজারে জয়েন্ট সিপিকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়ে ছিলেন। সেই একই ধরণের অভিযোগ মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে। 

 

4/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

কি লেখা রয়েছে চিঠিতে? কলেজের প্রিন্সিপাল চিঠিতে পুলিসকে জানিয়েছেন, মনোজিৎ ও তাঁর দলবল কলেজের সোশ্যাল প্রোগ্রামে ঝামেলা করতে পারে। মনোজিৎ আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে। অন্যান্য কলেজগুলিতেও সে এই ধরণের গন্ডগোল করেছে বলেও চিঠিতে স্পষ্ট লেখা রয়েছে। 

 

5/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, পুলিসি নিরাপত্তা চেয়ে কলেজেরই প্যাডে এই বিষয়ে চিঠি লিখে লালবাজারের জয়েন্ট কমিশনারের কাছে সাহায্য চান।  এমনকি স্থানীয় চেতলা থানার অফিসার ইনচার্জকেও চিঠি দিয়ে জানান প্রিন্সিপাল। ডেপুটি কমিশনারকেও জানিয়ে ছিলেন তিনি। 

 

6/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ মার্চ চেতলার অহিন্দ্র মঞ্চে, কলেজের সোশ্যাল প্রোগ্রাম ছিল। প্রোগ্রামে উপস্থিত থাকবেন মন্ত্রী জাভেদ আহমেদ খান, বিধায়ক, মদন মিত্র, দেবাশিস কুমার, রাজ চক্রবর্তী, অশোক দেব, সাংসদ মালা রায়, এবং তৃণমূল ছাত্র পরিষদের প্রেসিডেন্ট তৃণাঙ্কুর ভট্টাচার্য-সহ অন্যান্য গুণীজনেরা।  

7/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

আর সেখানেই গন্ডগোল করবে মনোজিৎ মিশ্র ও তাঁর দলবল। এই বিষয়ে আগে ভাগেই সে হুমকি দিয়ে রেখেছিল বলে অভিযোগ। আর তার জেরে সবার নিরাপত্তার কথা ভেবেই, ২০২২ সালের ২৩ মার্চ লালবাজারকে চিঠি দিয়ে পুলিসি নিরাপত্তা চেয়েছিলেন খোদ সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। 

8/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

কিন্তু এই প্রশ্নও উঠছে, যে প্রিন্সিপাল মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে লালবাজারে জয়েন্ট সিপির কাছে অভিযোগ জানাচ্ছেন, সেই প্রিন্সিপালই আবার কি করে নোটিস দিয়ে ছাত্র ছাত্রীদের বলছেন, কলেজ রিলেটেড কোনো কুয়েরির জন্য মনোজিৎ মিশ্রর কাছেই যেতে হবে?

9/9
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস
মনোজিতের আরও কুর্কীতি ফাঁস

কলেজে কি আর অন্য কোনও টিচার নেই? মনোজিৎ মিশ্রকে তাহলে কি স্বয়ং ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়ও ভয় পেয়ে চলতেন! নাকি পেছনে রয়েছে অন্য কোনও কারণ!





Read More