Kasba Incident: অভিযুক্ত মনোজিৎ মোবাইল মিলেছে ছাত্রীর বিবস্ত্র ভিডিয়ো। দেড় মিনিটের বিবস্ত্র ভিডিয়ো পাওয়া গিয়েছে। আগেই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রী ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। এদিকে মেডিক্যাল রিপোর্ট বলছে...
অয়ন শর্মা: ক্যালকাটা মেডিক্যাল কলেজে আগেই পরীক্ষা হয় নির্যাতিতার। যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন মেলে। গলায় নখে আঁচড়ও। সূত্রের খবর তেমনই।
এবার আরও ভংয়কর তথ্য সামনে এল। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ সূত্রে খবর, চিকিৎসকদের পর্যবেক্ষণে আরও যে বিষয় গুলো উঠে এসেছে- তিন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। নির্যাতিতার গলা ,বুক এবং নিম্নাঙ্গ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।
ইউরিন টেস্টে প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ। একজনের বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ রয়েছে। বাকি দু'জন প্রত্যক্ষদর্শী।
এদিকে অভিযুক্ত মনোজিতের মোবাইল মিলেছে ছাত্রীর বিবস্ত্র ভিডিয়ো। দেড় মিনিটের বিবস্ত্র ভিডিয়ো পাওয়া গিয়েছে।
আগেই অভিযোগে জানিয়েছিলেন ছাত্রীর ভিডিয়ো তুলে তাঁকে ব্ল্যাকমেল করা হয়। অভিযুক্তের মোবাইলে মিলল তার জোড়াল প্রমাণ। পুলিসের হাতে নির্যাতনের সময়ের ভিডিয়ো।
আগেই জানা গিয়েছে, আইন কলেজের ইউনিয়নে নেত্রী করে দেওয়ার টোপ দিয়ে তরুণীকে ডাকা হয়। ২৫ জুন বেলা ১২ টা ৫ নাগাদ তরুণী ক্যাম্পাসে আসে।
মনোজিৎ বলে, 'তোমাকে ভালোবাসি। বিয়ে করতে চাই। প্রথম দিন তোমাকে দেখেই আমার ভালো লেগে গিয়েছে।'
নির্যাতিতা জানায়, তার একজনের সঙ্গে সম্পর্ক আছে। মনোজিৎ পাল্টা জানায়, তারও গার্লফ্রেন্ড আছে। সেই গার্লফ্রেন্ডকে সে ত্যাগ করতে রাজি।
তরুণীও যেন তার বয়ফ্রেন্ডকে ত্যাগ করে। রাজি হয়নি তরুণী। তাই ক্রমশ আক্রোশে ফেটে পড়ে মনজিৎ। এরপরই সেই নারকীয় কাণ্ড।
তবে পুরোনো পাপী মনজিৎ! তার বিরুদ্ধে উঠে এসেছে নানান নোংরা অভিযোগ। খুন, কলেজে ভাঙচুর, মারধর, ব়্যাগিং, মেয়েদের টিজ়- কিছুই বাদ নেই তার কীর্তিতে।