Pahalgam Attack: আগামিকাল, ২৪ এপ্রিল-ই বিতানদের ফেরার কথা ছিল। দেহ ফিরিয়ে আনার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।
সন্দীপ প্রামাণিক: বিদেশে থাকলেও অসুস্থ বৃদ্ধ বাবা-মায়ের দেখাশোনা করতেন ছোট ছেলে বিতান-ই। বাবা বীরেশ্বর অধিকারীর বয়স ৮৭ বছর, মা মায়া অধিকারীর বয়স ৭৫ বছর। অসুস্থ বাবা-মাকে দেখাশোনা করতেন বিতান। তাঁদের সমস্ত ওষুধ খরচা বিদেশ থেকে পাঠাতেন বিতান।
কাশ্মীর যাওয়ার আগে বাবা-মাকে জানিয়ে গিয়েছিলেন বিতান। খুবই এক্সাইটেড ছিলেন কাশ্মীর ভ্রমণ নিয়ে। ফিরে এসেই আসার কথা ছিল। কিন্তু সেই ফেরা আর হল না। মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগাঁওয়ে 'মিনি সুইৎজারল্যান্ড' বলে খ্যাত বৈসরণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে নিহত পাটুলির বিতান অধিকারী।
এই ঘটনায় ভেঙে পড়েছে বিতানের বৃদ্ধ বাবা মা। বীরেশ্বর বাবুর দুই ছেলে। বিতান ছোট। ছোট ছেলে বিতান-ই দেখাশোনা করতেন বাবা এবং মাকে। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন শোকাহত বাবা-মা। কেঁদে আকুল তাঁরা। কে দেখবেন এবার তাঁদের? মাথা চাপড়াচ্ছেন বৃদ্ধ-বৃদ্ধা।
কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী কর্মসূত্রে থাকতেন মার্কিন যুক্তরাষ্টের ফ্লোরিডায়। ৮ এপ্রিল স্ত্রী সোহিনী অধিকারী ও ছেলে রিদানকে দেশে ফেরেন। তারপর ১৬ এপ্রিল সপরিবারে কাশ্মীর ঘুরতে যান। কাশ্মীর ঘুরতে যাওয়ার আগে নৈহাটিতে বড়মার পুজোও দেন। আগামিকাল, ২৪ এপ্রিল-ই তাঁদের ফেরার কথা ছিল।
ইতিমধ্যেই নিহত বিতানের স্ত্রী সোহিনীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দেহ ফিরিয়ে আনার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। বিতান অধিকারী ছাড়াও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন বাঙালি।
মোট ৩ জন বাঙালির মৃত্যু হয়েছে জঙ্গিহানায়। পহেলগাঁও হামলায় নিহত হয়েছেন বেহালার সখেরবাজারের বাসিন্দা পেশায় সাবঅর্ডিনেট স্যাটিসটিক্যাল সার্ভস নামে এক সংস্থার স্ট্যাটিসটিক্য়াল অফিসার সমীর গুহ।
একইসঙ্গে ছুটিতে ঘুরতে গিয়ে স্ত্রী-পুত্রের সামনেই জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান কেন্দ্রীয় গোয়েন্দা দফতরে কর্মরত মণীশ রঞ্জন। আদতে পুরুলিয়ার ঝালদার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও কর্মসূত্রে মণীশ থাকতেন হায়দরাবাদে।