PHOTOS

Katrina-Vicky Wedding: ভিকি ক্যাটরিনার গায়ে হলুদের ছবিতে আলিয়ার বিশেষ বার্তা, কী বলছেন নায়িকা?

Advertisement
1/8
ভিক্যাটের হলদি
ভিক্যাটের হলদি

নিজস্ব প্রতিবেদন: গত ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাঁদের বিয়ে ঘিরে ছিল হাই সিকিউরিটি। প্রবেশ করতে দরকার ছিল বিশেষ পাসওয়ার্ড। এমনকি মোবাইল নিয়ে প্রবেশ করা ছিল নিষিদ্ধ। তবে বিয়ের দিনই বিয়ের ছবি পোস্ট করেছিলেন ভিকি ও ক্যাটরিনা। শনিবার তাঁদের গায়ে হলুদের ছবি শেয়ার করলেন ক্যাট ও ভিকি। 

 

2/8
'মন তোমাকে ছুঁয়ে দিলাম...'
'মন তোমাকে ছুঁয়ে দিলাম...'

বিয়ের আগেরদিনই হলদি অনুষ্ঠান হয়েছে ভিক্যাটের। শনিবার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন দুজনেই।

 

3/8
মুহূর্ত
মুহূর্ত

একে অপরের গালে হলুদ মাখিয়েছেন ভিকি ও ক্যাট। তাঁদের ভালোবাসাভরা ছবিতে আপ্লুত তাঁদের ফ্যানেরা। 

 

4/8
পরিবারের সঙ্গে
পরিবারের সঙ্গে

হলদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাট ও ভিকির পরিবারের সদস্যরা ও তাঁদের কাছের বন্ধুরা। 

 

5/8
গায়ে হলুদের পোশাক
গায়ে হলুদের পোশাক

গায়ে হলুদের অনুষ্ঠানে দুজনেই পরেছিলেন সাদা পোশাক। সঙ্গে নিয়েছিলেন গোলাপী রঙের দোপাট্টা। 

 

6/8
আনন্দের মুহূর্ত
আনন্দের মুহূর্ত

ছবি পোস্ট করে ভিকি ও ক্যাটরিনা দুজনেই ক্যাপশনে লিখেছেন, 'Shukr. Sabr. Khushi'

 

7/8
আলিয়ার মন্তব্য
আলিয়ার মন্তব্য

ক্যাটরিনা তাঁর গায়ে হলুদের ছবি পোস্ট করার পরই সেই পোস্টে কমেন্ট করেন আলিয়া। আলিয়া লিখেছেন, 'সুন্দর'। কমেন্টের সঙ্গে একটিহৃদয়ের ইমোজি দিয়েছেন নায়িকা। 

 

8/8
শুভেচ্ছা ফ্যানেদের
শুভেচ্ছা ফ্যানেদের

হলদির পরে স্নানের যে আচার রয়েছে তার ছবিও দিয়েছেন ভিকি। ভিকি ও ক্যাটের ছবিতে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের ফ্যানেরা। 





Read More