PHOTOS

Katrina Kaif: ক্যাটরিনার পরিবারে নতুন সদস্য ইলিয়ানা!

Advertisement
1/6
ক্যাটরিনার জন্মদিন
ক্যাটরিনার জন্মদিন

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার মলদ্বীপে জন্মদিন সেলিব্রেট করেন ক্যাটরিনা কাইফ, সঙ্গে ছিল পরিবারের সদস্য ও কাছের বন্ধুরা। 

 

2/6
সঙ্গে সানি
সঙ্গে সানি

একাধিক ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা নিজেই। তবে বৌদির সঙ্গে ছবি শেয়ার করতে ভোলেননি সানি কৌশল। 

 

3/6
অনুপস্থিত ভিকি!
অনুপস্থিত ভিকি!

তবে এসবের মাঝে ভিকি কই? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। 

 

4/6
কোথায় ভিকি?
কোথায় ভিকি?

রবিবার সোশ্য়াল মিডিয়ায় ভিকি জানান দিলেন যে তিনিও মলদ্বীপেই রয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে হোটেলে সুইমিং পুলের পাশে আয়েশ করছেন অভিনেতা। 

 

5/6
ক্যাটরিনা-ইলিয়ানা
ক্যাটরিনা-ইলিয়ানা

তবে এসবের মাঝে চমক ছিল ক্যাটরিনার জন্মদিনে ইলিয়ানা ডিক্রুজের উপস্থিতি। এর আগে কখনও ক্যাটরিনার কাছের বন্ধুর তালিকায় দেখা যায়নি ইলিয়ানাকে। তাই তাঁর ছবি দেখেই খানিক অবাক নেটপাড়া। 

 

6/6
সেবাস্তিয়ানের প্রেমে
সেবাস্তিয়ানের প্রেমে

শোনা যাচ্ছে ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানের প্রেমে পড়েছেন নায়িকা। সেবাস্তিয়ানের সঙ্গেই ক্যাটরিনার জন্মদিন উদযাপনে এসেছিলেন তিনি। 





Read More