PHOTOS

Katrina Kaif-Vicky Kaushal Wedding: বারওয়ারা দুর্গে ক্যাটরিনা-ভিকির বিয়ের আসর,দেখুন অন্দরের ছবি

Advertisement
1/12
ক্যাটরিনা-ভিকির বিয়ে
ক্যাটরিনা-ভিকির বিয়ে

নিজস্ব প্রতিবেদন: এবছর বলিউডের সবচেয়ে চর্চিত ইভেন্ট ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। কবে, কোথায় বিয়ে করছেন তাঁরা ,বিয়েতে কী থাকবে দুজনের পরনে, কে কে থাকছে অতিথি তালিকায়, জল্পনার শেষ নেই। অবশেষে এসে গেল সেই বিয়ের দিন।

2/12
বারওয়ারা দুর্গ
বারওয়ারা দুর্গ

আগামী বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা। রাজস্থানের সওয়াই মাধোপুরের বারওয়ারা দুর্গের সিক্স সেনসেস রিসর্টে বসছে বিয়ের আসর। ইতিমধ্যেই সেই দুর্গে পৌঁছে গিয়েছেন ভিকি-ক্যাটরিনা ও তাঁদের পরিবারের সদস্যরাও। মঙ্গলবার সকাল থেকেই একে একে হাজির হচ্ছেন অতিথিরা। বিশেষ কোডের মাধ্যমে প্রবেশ করা যাবে বিয়ের আসরে। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

3/12
ঐতিহ্যবাহী দুর্গ
ঐতিহ্যবাহী দুর্গ

রাজস্থানের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গ বারওয়ারা ফোর্ট। দুর্গে প্রতিটি কোণায় আছে ইতিহাসের ছোঁয়া। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

4/12
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন
ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন

ভালোবাসা আর সৌন্দর্য যেন হাত ধরাধরি করে রয়েছে এই দুর্গে। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এই দুর্গ। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

5/12
দুর্গের ইতিহাস
দুর্গের ইতিহাস

চৌথ কা বারওয়ারা মন্দিরের মুখোমুখি অবস্থিত এই দুর্গ। এই দুর্গে একসময় বাস করত রাজস্থানের এক রাজ পরিবার। এই দুর্গের স্থাপত্য ও রাজকীয় পরিবেশ মুগ্ধ করে এখানকার অতিথিদের। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

6/12
সিক্স সেনসেস
সিক্স সেনসেস

এই দুর্গটি বর্তমানে হোটেলে রূপান্তরিত হয়েছে। একটি লাক্সারি হোটেল গ্রুপ এই দুর্গকে কেন্দ্র করে তৈরি করেছে একটি লাক্সারি হোটেল, যার নাম সিক্স সেনসেস। এই বছরের ১৫ অক্টোবর থেকে চালু হয়েছে এই হোটেল। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

7/12
রানি রাজকুমারী
রানি রাজকুমারী

৩০০০০ স্কোয়ার ফিটের এই রয়্যাল প্রপার্টিতে রয়েছে স্পা, ফিটনেস সেন্টার, মেডিটেশন সেন্টার। মোট ৪৮টি সুট রয়েছে। তাঁর মধ্যে ক্যাটরিনা থাকবেন রানি রাজকুমারী সুইটে। যেখান থেকে লেক, মন্দির ও আরাবল্লী পর্বতের শৃঙ্গ দেখা যায়। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

8/12
পুরনো কেল্লা
পুরনো কেল্লা

চতুর্দশ শতাব্দীতে চৌহান বংশের রাজারা তৈরি করেছিল এই দুর্গ। সাতশো বছরের পুরনো এই দুর্গকে তাঁর পুরনো চাকচিক্য ফিরিয়ে দিতে সময় লেগেছে প্রায় ১০ বছর। দুর্গের ভিতরে রয়েছে দুটি প্যালেস ও মন্দির। দুর্গ সংলগ্ন লেক স্থানীয়দের কাছে পূজনীয়। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

9/12
রাজ মন্দির
রাজ মন্দির

বিয়ের পর দুর্গ সংলগ্ন মন্দিরে যাবেন ক্যাটরিনা ও ভিকি, এমনটাই খবর। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

10/12
বাঘের দেখা
বাঘের দেখা

এই দুর্গ থেকে ৩০ মিনিটের দূরত্বেই রয়েছে রণথম্বর ন্যাশনাল পার্ক। জঙ্গল সাফারিতে গিয়ে দেখা মিলবে বাঘেরও। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ

 

11/12
স্থানীয় খাবার
স্থানীয় খাবার

এই রিসর্টে রয়েছে স্থানীয় খাবারের স্বাদ। স্থানীয় উপকরণ দিয়ে তৈরি হয় সেই খাবার। 

12/12
স্থানীয় বাসিন্দা
স্থানীয় বাসিন্দা

দুর্গের আশাপাশের লেক ও জঙ্গল রক্ষণাবেক্ষন করেন স্থানীয় বাসিন্দারাই। এছাড়াও স্থানীয়রা তৈরি করেন বেশ কিছু জিনিস যার মাধ্যমে ভ্রমণার্থীদের কাছে পৌঁছে যায় স্থানীয় শিল্প। ছবি সৌজন্য: সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা ফেসবুক পেজ





Read More