Kerala Wayanad Landslide Update: দুঃসময়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুর্গতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালার ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। আহত কমপক্ষে ১১৬।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেরালা সরকার।
আগামিকালই ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা। উল্লেখ্য, রাহুল ওয়ানাড়ের সাংসদ।
নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে কেরালার ওয়ানাড় জেলার মেপ্পাডির পার্বত্য এলাকায়। ভূমিধসে বিধ্বস্ত মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা।
দুর্যোগের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
NDRF-এর ১২২ TA ব্যাটেলিয়নের কর্মীরা জীবন বাজি রেখে উদ্ধারকাজ চালাচ্ছে সেখানে।