PHOTOS

Kerala Wayanad Landslide: ভূমিধসে মৃত বেড়ে ১০৬, জীবন বাজি রেখে ওয়ানাড়ে উদ্ধারকাজে NDRF!

Kerala Wayanad Landslide Update: দুঃসময়ে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। দুর্গতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।   

 

Advertisement
1/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেরালার ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯। আহত কমপক্ষে ১১৬। 

2/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেরালা সরকার। 

3/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

আগামিকালই ভূমিধসে বিধ্বস্ত ওয়ানাড়ে যাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা। উল্লেখ্য, রাহুল ওয়ানাড়ের সাংসদ। 

4/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

নাগাড়ে প্রবল বৃষ্টিতে ভূমিধস নামে কেরালার ওয়ানাড় জেলার মেপ্পাডির পার্বত্য এলাকায়। ভূমিধসে বিধ্বস্ত মেপ্পাডি, মুনডাক্কাই টাউন ও চুরাল মালা। 

5/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

দুর্যোগের পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

6/6
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!
ওয়ানাড়ে ভয়াবহ ভূমিধস!

NDRF-এর ১২২ TA ব্যাটেলিয়নের কর্মীরা জীবন বাজি রেখে উদ্ধারকাজ চালাচ্ছে সেখানে।





Read More