PHOTOS

India Pakistan Tension: চলছে ভয়ংকর খপ্পর যোগ! ১১ জুনের মধ্যে ভয়াবহ কিছু ঘটে যেতে পারে! অভিশাপের কালো ছায়া ভারত-পাকিস্তানের উপর...

Khappar Yoga Creating War Like Conditions: চৈত্র মাস ও জ্যৈষ্ঠ মাসের মধ্যে রয়েছে ৫টি শনিবার, ৫টি রবিবার ও ৫টি মঙ্গলবার। আর এর মধ্যেই তৈরি হয় খপ্পর যোগ। খপ্পর যোগ অত্যন্ত অশুভ। আর এই যোগের জেরে গত ১৫ মার্চ থেকে আগামী ১১ জুন পর্যন্ত ভারতের সময়টা অত্যন্ত খারাপ যাবে। এই সময়টায় পাকিস্তানেও প্রচুর ক্ষয়ক্ষতি হবে।

Advertisement
1/10
শনি
শনি

গত ২৯ মার্চে শনি কুম্ভ ত্যাগ করেছে এবং মেষে প্রবেশ করেছে। 

2/10
বৃহস্পতি
বৃহস্পতি

এর পরে আগামী ১৪ মে বৃহস্পতি বৃষে প্রবেশ করবে এবং ১৮ মে মিথুনে প্রবেশ করবে।

3/10
রাহু-কেতু
রাহু-কেতু

রাহু মীন ত্যাগ করবে এবং কুম্ভে প্রবেশ করবে, কেতু কন্যা ত্যাগ করবে এবং প্রবেশ করবে সিংহে।

4/10
বৃহস্পতি-শনি
বৃহস্পতি-শনি

বৃহস্পতি অত্যন্ত গতিতে মিথুনে গোচর করবে। শনি মকর-কুম্ভ-মীনে। 

5/10
বিরাট পরিবর্তন
বিরাট পরিবর্তন

আর এই সময়টা বিশ্বে বিরাট পরিবর্তন নিয়ে আসবে।

6/10
ভারত-পাকিস্তান সম্পর্ক
ভারত-পাকিস্তান সম্পর্ক

সময়টাই ভারত-পাকিস্তান সম্পর্কেও গভীর প্রভাব ফেলবে। 

7/10
নজরদারি
নজরদারি

কীরকম প্রভাব ফেলবে? সেটাই এখন সর্বত্র আলোচিত।

8/10
কেতু শক্তিমান, বুধ দুর্বল
কেতু শক্তিমান, বুধ দুর্বল

যেমন, জানা যাচ্ছে, পাকিস্তানের ক্ষেত্রে কেতু উপরের ঘরে উঠে আসছে, আর বুধ ক্রমশ দুর্বল হচ্ছে। 

9/10
শনি ও রাহুর গোচর
শনি ও রাহুর গোচর

শনি ও রাহুর গোচরের কারণে পাকিস্তানের খুবই খারাপ সময় আসছে।

10/10
নরেন্দ্র মোদীর হরস্কোপ
নরেন্দ্র মোদীর হরস্কোপ

আর নরেন্দ্র মোদীর হরস্কোপ কী বলছে? মঙ্গলের মহাদশা ও শনির অন্তর্দশা, সঙ্গে রাহুর অবস্থানের জেরে তাঁর ভাগ্যও মোটে ইতিবাচক কোনও সংকেত দিচ্ছে না।

 

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)





Read More