PHOTOS

Kiara Advani: 'কাকে ভুলতে চান ভুল ভুলাইয়া ২-র নায়িকা?' কিয়ারার উত্তরে খুশি অনুরাগীরা

Advertisement
1/6
ব্রেক আপ!
ব্রেক আপ!

নিজস্ব প্রতিবেদন: কিয়ারা আদবানী ও সিদ্ধার্থ মালহোত্রার ব্রেক আপ প্রসঙ্গে সরগরম বিটাউন। 

2/6
বিচ্ছেদ!
বিচ্ছেদ!

সত্যিই কি সম্পর্কে বিচ্ছেদ টেনেছেন তাঁরা, প্রশ্ন অনুরাগীদের। 

3/6
ছবির প্রচারে
ছবির প্রচারে

বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ছবির প্রচারে তাক লাগালেন কিয়ারা। 

4/6
নজরকাড়া
নজরকাড়া

মঙ্গলবার সোশ্য়াল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি পোস্ট করেন কিয়ারা। নায়িকাকে দেখে চোখ ফেরানো দায়। 

5/6
কিয়ারাকে প্রশ্ন
কিয়ারাকে প্রশ্ন

মঙ্গলবার ভুল ভুলাইয়া টু-এর সাংবাদিক সম্মেলনে কিয়ারাকে প্রশ্ন করা হয় কাকে ভুলতে চান তিনি?

6/6
কিয়ারার উত্তর
কিয়ারার উত্তর

কিয়ারা বলেন যে, কাউকে তিনি ভোলাতে চান না কারণ সকলেই তাঁর জীবনে গুরুত্বপূর্ণ। কিয়ারার উত্তরে বোঝাই যায় যে সিদ্ধার্থের সঙ্গে তাঁর বিচ্ছেদ নেহাতই গুজব





Read More