PHOTOS

Maa Flyover: অনির্দিষ্টকালের জন্য রাতে বন্ধ মা উড়ালপুলের একদিক! জেনে নিন জরুরি ঘোষণা...

Maa Flyover Close: রক্ষণাবেক্ষণ এবং মেরামতির জন্য মা উড়ালপুল বন্ধ। জানাল কেএমডিএ কর্তৃপক্ষ।

Advertisement
1/6

অয়ন ঘোষাল: রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য রাতে মা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত কেএমডিএ কর্তৃপক্ষের।

2/6

এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিস। 

3/6

এ জে সি বোস উড়ালপুল থেকে যে অংশ আলাদা হয়ে পার্ক সার্কাসের ওপর দিয়ে পূর্ব দিকে অর্থাৎ ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছে।

4/6

সেই অংশ সহ বাকি পূর্বমুখী উড়ালপুল আপাতত প্রতিদিন রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। 

5/6

কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। 

 

6/6

এই সময়ের জন্য উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে চার নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলিকে।





Read More