PHOTOS

Kashmir Terror Attack | Indus Water Treaty: পাকিস্তানকে ভাতে মারতে বড় পদক্ষেপ মোদীর! কী রয়েছে স্থগিত সিন্ধু জলবন্টন চুক্তিতে

Indus Water Treaty: চুক্তি হয় জওহরলাল নেহরু ও পাকিস্তান ফিল্ড মার্শাল আয়ুব খানের মধ্যে। এখন ভারত চুক্তি স্থগিত করলে দুদেশের কার কতটা সমস্যা হয় সেটাই দেখার

Advertisement
1/5
পহেলগাঁও জঙ্গি হামলা
পহেলগাঁও জঙ্গি হামলা

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা, আটারি চেকপোস্ট বন্ধ করা, পাকিস্তানিদের ভিসা বাতিল করা, তাদের ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ। ভারত বরাবরই বলে আসছে সিন্ধু জলচুক্তি বাতিল করলে শুকিয়ে মরবে পাকিস্তান। কিন্তু কী রয়েছে এই চুক্তিতে?

 

2/5
১৯৬০ সালে চুক্তি
১৯৬০ সালে চুক্তি

টানা ৯ বছর দর কষাকষির ১৯৬০ সালে ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তিতে সাক্ষর করে ভারত। ওই চুক্তি অনুযায়ী সীমান্তে দুইপারে থাকা নদীগুলি নিয়ে বেশকিছু মধ্যস্থতা হয়। ওই চুক্তি হয় জওহরলাল নেহরু ও পাকিস্তান ফিল্ড মার্শাল আয়ুব খানের মধ্যে।

3/5
চুক্তির আওতায় ৬ নদী
চুক্তির আওতায় ৬ নদী

ওই চুক্তির আওতায় চলে আসে মোট ৬টি নদী যেগুলি দুই দেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে। চুক্তি অনুযায়ী সাটলেজ, বিয়াস ও রাভী নদীর জল ভারতে ব্যবহারের জন্য ছেড়ে দেওয়া হয়। এক্ষেত্রে পাকিস্তান কোনও বাধা দিতে পারবে না।

4/5
চুক্তিতে রয়েছে ১২ ধারা
চুক্তিতে রয়েছে ১২ ধারা

অন্যদিকে, ভারতের দিকে থেকে পাকিস্তানে বয়ে যাওয়া সিন্ধু, ঝিলম ও চেনাব নদীর জল পাবে পাকিস্তান।  ভারত তাতে বাধার সৃষ্টি করবে না। চুক্তিতে রয়েছে ১২টি ধারা ও ৮টি উপধারা।

5/5
ভারতের ক্ষমতা
ভারতের ক্ষমতা

চুক্তি অনুযায়ী কিছু প্রক্রিয়া মেনে ভারত তার দিক থেকে বয়ে যাওয়া নদীগুলিতে জলবিদ্যুত্ প্রকল্প তৈরি করতে পারবে। চুক্তির বিষয়গুলি খতিয়ে দেখতে বছরে একবার এনিয়ে বৈঠক হবে। তবে কোভিডের সময় এরকম বৈঠক হয়নি। এখন ভারত চুক্তি স্থগিত করলে দুদেশের কার কতটা সমস্যা হয় সেটাই দেখার।





Read More